Russia Ukraine War

Russia-Ukraine War: ইউক্রেন আত্মসমর্পণ করলেই যুদ্ধ থামাবে রাশিয়া, কিভের পাশে থাকার ‘অঙ্গীকার’ জি-৭ -এর

ভ্লাদিমির পুতিন সরকারের এই আগ্রাসী মনোভাবের ফলে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা চাপতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জুন ২০২২ ২৩:৩৯
Share:

ফাইল চিত্র।

অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ না করা পর্যন্ত ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে রাশিয়া। মঙ্গলবার আবারও হুঙ্কার দিল মস্কো। রাশিয়ার এই আগ্রাসী মনোভাবের ফল ভুগতে হবে বলে ‘অঙ্গীকার’ করেছেন জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলি।

Advertisement

জার্মানিতে জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানেরা বৈঠকে বসেছিলেন। ন্যাটোর জোটের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে এই গোষ্ঠীর অন্যতম সদস্য আমেরিকার প্রেসিডেন্ট-সহ অন্যান্য রাষ্ট্রপ্রধানেরা ইউক্রেনকে সামরিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। অন্য দিকে, ভ্লাদিমির পুতিন সরকারের এই আগ্রাসী মনোভাবের ফলে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা চাপতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ইউক্রেনের বিরুদ্ধে নমনীয় মনোভাব দেখাতে নারাজ পুতিন। উল্টে মস্কোর হুঁশিয়ারি, ইউক্রেনীয় সেনাবাহিনীর সামনে রাশিয়ার কাছে আত্মসমর্পণ ছাড়া অন্য কোনও পথ খোলা নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement