নিকোলাই স্টোরোনোস্কি। ফাইল চিত্র।
শিক্ষিত মহলে আগেই প্রতিবাদের ঝড় উঠেছিল, এ বার রুশ সমাজের অভিজাত মহলেও লাগল পুতিন বিরোধী হাওয়া। রাশিয়ায় জন্মেছেন, তবে অধুনা ব্রিটিশ নাগরিক এক ধনকুবের সম্প্রতি রাশিয়ার নাগরিকত্বই ছেড়ে দিলেন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে। ওই ধনকুবেরর মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধের সিদ্ধান্তের প্রতিবাদেই এই সিদ্ধান্ত। যার জন্য স্পষ্টতই নিজের রাশিয়ান পরিচয় স্বেচ্ছায় বিসর্জন দেওয়ার ঘোষণা করেছেন ওই ‘বিলিওনেয়ার’।
প্রতিবাদী ধনকুবেরের নাম নিকোলাই স্টোরোনস্কি। তাঁর বয়স ৩৮। লন্ডনের ফিনটেক স্টার্টআপ সংস্থার সিইও নিকোলাই। তবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে তিনি বরাবর রুশ সরকারের সিদ্ধান্তের সমালোচনাই করে এসেছেন। এই প্রথম তিনি সরাসরি প্রতিবাদ জানিয়ে পদক্ষেপ করলেন।
উল্লেখ্য, গত সপ্তাহেই রাশিয়ার সবচেয়ে পুরনো এবং নামি বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তার জন্য তাঁকে বিশ্ববিদ্যালয়ের চাকরিটি খোয়াতে হয়। তার পরও অবশ্য প্রশাসনের চোখ রাঙানি এড়িয়ে যুদ্ধ বিরোধী প্রতিবাদ হয়েই চলেছে রাশিয়ায়।