New Zealand vs Sri Lanka

জলে গেল থিকশানার হ্যাটট্রিক, নজির গড়ার দিনেও জিততে পারল না শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার সপ্তম বোলার হিসাবে এক দিনের ক্রিকেটে হ্যাটট্রিক করলেন থিকশানা। তবু দ্বিতীয় এক দিনের ম্যাচে নিউ জ়িল্যান্ডের কাছে ১১৩ রানে হেরে গেল শ্রীলঙ্কা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ২২:২১
Share:

মাহিশ থিকশানা। ছবি: এক্স (টুইটার)।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে হ্যাটট্রিক করলেন শ্রীলঙ্কার মাহিশ থিকশানা। তবু দলকে জেতাতে পারলেন না। হ্যামিল্টনে বৃষ্টির জন্য ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে করা হয় ৩৭। প্রথমে ব্যাট করে নিউ জ়িল্যান্ড করে ৯ উইকেটে ২৫৫। জবাবে ৩০.২ ওভারে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ১৪২ রানে। থিকশানা নজির গড়লেও তাঁর দল হারল ১১৩ রানে।

Advertisement

শ্রীলঙ্কার সপ্তম বোলার হিসাবে এক দিনের ক্রিকেটে হ্যাটট্রিক করলেন থিকশানা। তিনি নিউ জ়িল্যান্ডের ইনিংসের ৩৫তম ওভারে পঞ্চম বলে আউট করেন মিচেল স্যান্টনারকে। সেই ওভারের ষষ্ঠ বলে আউট করেন নাথান স্মিথকে। পরে ৩৭তম ওভারের প্রথম বলে ম্যাট হেনরির উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন থিকশানা। ৪৪ রানে ৪ উইকেট নেন তিনি। তাঁর আগে শ্রীলঙ্কার চামিন্ডা ভাস (দু’বার), লসিথ মালিঙ্গা (তিন বার), ফারভিজ় মাহরুফ, থিসারা পেরেরা, ওয়ানিন্দু হাসরঙ্গ এবং দুষ্মন্ত মধুশঙ্কের এই কীর্তি রয়েছে।

এ দিন নিউ জ়িল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন রাচিন রবীন্দ্র। ওপেন করতে নেমে তিনি খেলেন ৬৩ বলে ৭৯ রানের ইনিংস। তিন নম্বরে নেমে মার্ক চাপম্যান করেন ৫২ বলে ৬২। অন্য দিকে, শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস (৬৬ বলে ৬৪) ছাড়া কেউই ২২ গজে দাঁড়াতে পারেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement