Rock Band

প্রয়াত রকশিল্পী জেরি লি লুইস

দীর্ঘ দিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন জেরি। শুক্রবার একটি বিবৃতিতে তাঁর বর্তমান স্ত্রী জুডিথ জানিয়েছেন, অমৃতের পথে যাত্রা করার জন্য প্রস্তুত শিল্পী।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ০৮:৪৯
Share:

প্রয়াত জেরি লি লুইস। ছবি সংগৃহীত।

তিনি স্টেজে উঠলে বাস্তবিকই ‘গ্রেট বলস অব ফায়ার’ জ্বলে উঠত, এমনই দাবি তাঁর ভক্তদের। গত ২৮ অক্টোবর, শুক্রবার ৮৭ বছর বয়সে প্রয়াত হয়েছেন আমেরিকার ৫০-এর দশকের বিখ্যাত রক সঙ্গীতশিল্পী জেরি লি লুইস। তাঁকে বলা হত রক সঙ্গীতের অন্যতম পথিকৃত। তাঁর এজেন্ট ও পরিবার সূত্রে খবর, বয়সজনিত কারণেই মৃত্যু হয়েছে তাঁর।

Advertisement

দীর্ঘ দিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন জেরি। শুক্রবার একটি বিবৃতিতে তাঁর বর্তমান স্ত্রী জুডিথ জানিয়েছেন, অমৃতের পথে যাত্রা করার জন্য প্রস্তুত শিল্পী। এ-ও বলা হয়েছে, কম বয়সে অনিয়ম করে নিজের শরীরের উপর যথেচ্ছ অত্যাচার করার ফলেই শারীরিক অসুস্থতার সম্মুখীন হন তিনি। বলা চলে, বিতর্ক ছিল এলভিস প্রেসলির এই বন্ধুটির আজীবন সঙ্গী। একাধিক নারীসঙ্গ ও মাদকাসক্তির অভিযোগ তো ছিলই। ১৯৫৮ সালে বিতর্ক তুঙ্গে ওঠে যখন জানা যায় তিনি তাঁর ১৩ বছর বয়সের আত্মীয়া মায়রা গেল ব্রাউনকে বিয়ে করেছেন। পরে অবশ্য সংবাদমাধ্যমের কাছে অনুশোচনা প্রকাশ করেছিলেন তিনি। ১৪ বছরের বিবাহিত জীবনের পরে মায়রা বিবাহ বিচ্ছেদ করেন। ১৯৩৫ সালের ২৯ সেপ্টেম্বর জন্ম জেরির। তাঁর দাবি ছিল, তাঁর ভক্তেরা যেন তাঁকে সঙ্গীতের জন্যই মনে রাখে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement