প্রতীকী ছবি।
শনাক্ত হওয়ার অন্তত এক মাস আগে থেকে ছড়ি ঘোরাচ্ছে করোনা— সম্প্রতি এমনই চাঞ্চল্যকর দাবি করেছে ফ্রান্স। সে দেশে প্রথম সংক্রমণ ধরা পড়ে ২৪ জানুয়ারি। কিন্তু গত বছর ২৭ ডিসেম্বর প্যারিসের হাসপাতালে ভর্তি এক ‘নিউমোনিয়া’ রোগীর নমুনা সম্প্রতি নতুন করে পরীক্ষা করায় দেখা গিয়েছে, তিনি করোনা-আক্রান্তই ছিলেন!
ওই ব্যাক্তির থেকে সংক্রমণ ছড়ায় তাঁর দুই সন্তানের শরীরে। যদিও ওই ব্যক্তির সুপার মার্কেটে কাজ করা স্ত্রী আক্রান্ত হননি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিনা সহকর্মীদের থেকে হয়তো ওই মহিলাই প্রথমে আক্রান্ত হন এবং সংক্রমণ ছড়ান। মহিলা কি তা-হলে উপসর্গহীন ছিলেন? করোনা না-জেনেও কী ভাবে ওই পরিবারের চিকিৎসা হল, তা নিয়ে আগ্রহ বাড়ছে।
যে পিসিআর পদ্ধতিতে করোনা চিহ্নিত করা হয়, তাতে ফ্লু ধরা পড়ে কি না, তা জানতেই পুরনো মোট ২৪টি নমুনা পরীক্ষা করেছিল হাসপাতালটি। একটিতে ফল মিলেছে করোনা-পজ়িটিভ।
করোনা যে চিন থেকে ছড়াতে-ছড়াতে তাদের দেশেও এসে পড়েছে, ৩১ জানুয়ারির আগে তা বুঝতে পারেনি ইটালিও। কিন্তু এখানেও কি তারও অনেক আগে থেকেই আড়ালে ছড়াচ্ছিল সংক্রমণ— প্রশ্নটা উঠে গেল। বিশ্ব জুড়ে মৃতের সংখ্যা আজই আড়াই লক্ষ ছাড়িয়েছে। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, সময়ে আঁচ পেলে এই মৃত্যুমিছিল হয়তো অনেকটাই ঠেকানো যেত।
আরও পড়ুন: তহবিল গড়তে রোজা রেখেই হাঁটছেন শতায়ু
শুধু আমেরিকাতেই মৃত প্রায় ৭০ হাজার। নিজে এর দায় না-নিলেও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগাগোড়া বলে আসছেন, চিনের ল্যাব থেকেই করোনা ছড়িয়েছে। যদিও হু গত কাল ফের তা নাকচ করে জানায়, এই সংক্রান্ত কোনও তথ্য-প্রমাণ এখনও দেয়নি ওয়াশিংটন। ট্রাম্প অহেতুক এ নিয়ে রাজনীতি করছেন বলেও তাঁকে ঘুরিয়ে বিঁধেছেন হু-র স্বাস্থ্য সংক্রান্ত আপৎকালীন কর্মসূচির এগজ়িকিউটিভ ডিরেক্টর মাইকেল রায়ান। তাঁর কথায়, ‘‘এখন কথা হোক শুধু বিজ্ঞান নিয়েই।’’
করোনার প্রতিষেধক তৈরির কথা মাথায় রেখে গত কালই বিশ্ব নেতাদের নিয়ে টেলি-বৈঠক করেছিল ইউরোপীয় কমিশন। এ থেকে যে প্রায় ৮০০ কোটি ডলারের তহবিল তৈরি হয়েছে, তার ভূয়সী প্রশংসা করেছে হু। প্রতিষেধক বাজারে এলে, তা যাতে সুলভে এবং যথাসময়ে সব দেশের কাছে পৌঁছে যায়, বিশ্ব নেতাদের কাছে তারও আর্জি জানিয়েছেন হু-কর্তা রায়ান।
ভারতের ‘আরোগ্য সেতু’-র মতো বহু দেশই এখন অতিমারি মোকাবিলায় বিতর্কিত করোনা-ট্র্যাকিং মোবাইল অ্যাপের দিকে ঝুঁকছে। যা নিয়ে কাল হু-ও জানাল, এ সব অ্যাপ কোনও দিন সাধারণ স্বাস্থ্য পরিষেবার বিকল্প হয়ে উঠতে পারে না।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)