শজারু খেয়ে ফেলা সেই পাইথন।
এ যেন বাস্তবের রূপ নিল সুকুমার রায়ের কবিতা। উঠনে ঘুরে বেড়াচ্ছে বিশাল আকারের পাইথন! অথচ পাইথনের সারা গায়ে খোঁচা খোঁচা কাঁটা! অনেকটা ঠিক ‘সাপজারু’র মতো ব্যাপার। এমন সাপ আগে দেখেছেন কখনও?
না, এটা মোটেই কোনও নতুন প্রজাতির পাইথন নয়। আসলে ক্ষিদের জ্বালায় আস্ত একটি শজারু খেয়ে ফেলে এই হাল বানিয়েছে পাইথনটি। ওত পেতে শজারু গপ করে গিলে ফেলতেই শজারুর কাঁটা পাইথনের শরীর ফুঁড়ে বেরিয়ে আসতে লাগল। ব্যাস, পাইথন না পারছে তার শিকারকে গিলতে, না পারছে উগরাতে! শিকারীই এখানে শিকার হয়েছে। এই ঘটনাটি ঘটেছে ব্রাজিলের একটি গ্রামে। এই অদ্ভুত, ভয়ানক দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন স্থানীয়রা। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
দেখুন ভিডিও: