Rupsa Chatterjee

বিয়ের এক মাস পরেই অন্তঃসত্ত্বা, প্রকাশ্যে আনতেই কাঞ্চনের সঙ্গে তুলনা! পাল্টা জবাব রূপসার

বিয়ের দিনকয়েক আগেই প্রথম জানতে পারেন রূপসা, তাঁর অন্দরে নতুন একটি প্রাণ বেড়ে উঠছে। কিন্তু খবর প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৪:২৯
Share:

(বাঁ দিকে) কাঞ্চন-শ্রীময়ী (ডান দিকে) রূপসা-সায়নদীপ। ছবি: সংগৃহীত।

চলতি বছরে 8 অক্টোবর সাত পাকে বাঁধা পড়েন টেলি অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই সুখবর দিলেন অভিনেত্রী। জানালেন, মা হতে চলেছেন। স্বামী সায়নদীপ সরকারকে পাশে নিয়ে বৃহস্পতিবার নীল, গোলাপি কেক হাতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন রূপসা। তার পর থেকে সমাজমাধ্যমে শুভেচ্ছাবার্তার পাশাপাশি ট্রোলডও হতে হচ্ছে নবদম্পতিকে। যদিও বছর দুয়েক আগেই আইনি বিয়ে সেরে রেখেছিলেন তাঁরা। আনুষ্ঠানিক বিয়ে সবে মাস পেরিয়েছে। তবে সমালোচনা যে হবে তা আগে থেকেই জানতেন রূপসা। সেই জন্য প্রস্তুতও ছিলেন। কিন্তু ঠিক কবে জানতে পারলেন মা হতে চলেছেন? এমন পরিস্থিতিতে যেখানে হবু মায়ের চিন্তামুক্ত থাকার কথা সেখানে এমন সমালোচনা, নিন্দা কী ভাবে সামাল দিচ্ছেন, আনন্দবাজার অনলাইনকে জানালেন অভিনেত্রী।

Advertisement

বিয়ের দিনকয়েক আগেই প্রথম জানতে পারেন রূপসা, তাঁর অন্দরে নতুন একটি প্রাণ বেড়ে উঠছে। যদিও সেই সময় অবশ্য অফিসে ছিলেন সায়নদীপ। প্রথম বার খবরটা পাওয়ার পর তেমন কিছু অনুভব করতে পারেননি। রূপসার কথায়, ‘‘তখন বিয়ের প্রস্তুতি চলছে। আমার বাড়িতে আমি একা। সায়নদীপের বাড়িতে ও একা সবটা দেখভাল করছিল। তার পর বিয়ে হল। মধুচন্দ্রিমা কাটিয়ে বাড়ি ফেরার পর মনে হল, নতুন একটা অনুভূতি কাজ করছে। হ্যাঁ, আমরা বাবা-মা হতে চলেছি।’’ তাঁদের জীবনের এই নতুন খবরে বাইরে সমালোচনা হচ্ছে। রূপসার কথায়, ‘‘হ্যাঁ, বেশ কিছু মন্তব্য দেখছি, কেউ লিখেছেন কাঞ্চনকাকুকে নাকি টেক্কা দিচ্ছি। তবে আমি তাঁদের বলব, আমার সন্তানকে তো আমরা লালনপালন করব, তাঁদের কী! যদিও আমাদের অনেক শুভানুধ্যায়ী আমাদের হয়ে ট্রোলিংয়ের জবাব দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা ছোট বয়সে এই সিদ্ধান্তটা যে নিতে পেরেছি, সেই কারণে আমাদের দু’জনের পরিবার খুব খুশি।’’ দিনকয়েক আগে কাঞ্চন মল্লিক দ্বিতীয় বার বাবা হয়েছেন। তার পর থেকে ক্রমাগত কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকেও। রূপসার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে আবারও সেই প্রসঙ্গ টানা হয়েছে বলে দাবি অভিনেত্রীর। যদিও এখনও ৩০ বছর পার হয়নি অভিনেত্রী ও তাঁর স্বামীর। তার আগেই বাবা-মা হচ্ছেন। নেপথ্যে পরিবার যে ঢালের মতো দাঁড়িয়ে, সে কথাই জানালেন রূপসা। এ ছাড়াও স্বামী সায়নদীপ রয়েছেন সঙ্গে। ট্রোলিংয়ের জন্য বিন্দুমাত্র চাপ নেন না তিনি। এখন রূপসার অপেক্ষা মার্চ মাসের। কখন নতুন অতিথি ভূমিষ্ঠ হবে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement