ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মাটির মধ্যে দু’দিকে পোঁতা রয়েছে বাঁশ। বাঁশদুটির মাঝখানে আবার আরও একটি বাঁশ বাঁধা রয়েছে। সেই বাঁশটিই হাতলের মতো ধরে দৌড়ে চলেছে এক যুবক। দৌড়তে দৌড়তে হাঁফিয়েও পড়েছে সে। কিন্তু বিশ্রাম নেওয়া চলবে না। দাদুর কড়া নির্দেশ যে, ওজন কমাতেই হবে। সেই নির্দেশই অক্ষরে অক্ষরে পালন করছে নাতি। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘৮৮টাম্বল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, মাটির উপর একটি ঢালু জায়গায় অনবরত বাঁশ ধরে দৌড়ে চলেছে এক যুবক। ঢাল বরাবর উপরের দিকে উঠে আবার নেমে যাচ্ছে সে। আবার উঁচু জায়গায় পা চালিয়ে উঠছে। ঢাল বরাবর জল ঢেলে জায়গাটি আরও পিচ্ছিল করে তুলছেন এক মহিলা। ওই মহিলা আসলে যুবকের মা।
বাঁশের গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছেন যুবকের দাদু। সম্প্রতি চিনে এই ঘটনা ঘটেছে। নাতির ওজন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তা নিয়েই চিন্তিত তার দাদু। তাই বাড়িতেই প্রাকৃতিক ট্রেডমিল তৈরি করেছেন তিনি।। সেখানেই দৌড় করাচ্ছেন তাঁর নাতিকে। পিচ্ছিল জায়গায় অনবরত দৌড়তে দৌড়তে পড়েও গেল সে।
ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘দাদু তো বেশ কড়া দেখছি। তা হলে খাওয়াদাওয়া নিয়েও কড়াকড়ি করতে হবে।’’