শীতে তেল মেখে চুল তাজা হোক। ছবি: সংগৃহীত।
শীতে ত্বকের মতো চুলও রুক্ষ হয়ে পড়ে। দু’দিন অন্তর শ্যাম্পু করলেও, ঝলমলে ভাব উধাও হতেও সময় নেয় না। ঠান্ডায় চুল ক্রমশ রুক্ষ, উসকোখুসকো হয়ে পড়ে। সেই সঙ্গে খুশকির সমস্যা তো আছেই। মাথার ত্বক জুড়ে খুশকির দাপটেও নাজেহাল হওয়ার জোগাড়। বিশেষ করে চুলের ধরন অত্যন্ত রুক্ষ হলে, এই সময় ঝক্কি বাড়ে। কন্ডিশনার ব্যবহার করেও মসৃণ হয় না চুল। তাই অনেকেই সব ছেড়ে নারকেল তেলের কাছে সমর্পণ করেন চুল। সমস্যা যত গভীরই হোক, নারকেল তেলের জাদুতে শীতেও চুল ফুরফুর করবে বসন্তের বাতাসের মতো। তবে শীতকাল বলে নয়, সারা বছর কেশচর্চায় নারকেল তেলের জুড়ি মেলা ভার। কিন্তু উত্তুরে হাওয়া দিতে শুরু করলে চুলের চাই বাড়তি যত্ন। তখন নারকেল তেলই হতে পারে চুল ভাল রাখার একমাত্র চাবিকাঠি। এমনিতে অন্য সময় অনেকেই সপ্তাহে ৩-৪ দিন চুলে তেল মাখেন। তবে শীতে চুলে নারকেল তেলের ব্যবহার জারি থাকলেও, ঘন ঘন মাখার দরকার পড়বে না। তা হলে শীতকালে চুল কত দিন তেল মাখা জরুরি?
বিভিন্ন গবেষণা জানাচ্ছে, সপ্তাহে দু’বারের বেশি নারকেল তেল ব্যবহার করার দরকার নেই। এতেই মাথার ত্বকে আর্দ্রতা ফিরবে। চুলও পুষ্টি পাবে। তা ছাড়া চুলের ফলিকল বৃদ্ধিতেও সাহায্য করবে ‘অয়েল মাসাজ’। খুব ভাল হয় যদি দু’ফোঁটা নারকেল তেল গরম করে দু’হাতের তালুতে ঘষে নিয়ে চুলে মাখা যায়। তবে চুল লম্বা হলে তখন তেলের পরিমাণও বেশি হবে। শীতে চুল ভাল রাখতে নারকেল তেল মাখা ছাড়াও মাথার ত্বক পরিষ্কার রাখা জরুরি। অনেকেই সেদিকে নজর দেন না। মাথার ত্বকে ময়লা জমে থাকলে তেল উৎপন্ন হতে পারে না। ফলে শীতের আবহাওয়ায় আরও রুক্ষ হয়ে যায় চুল।