Diana

যুবরানি ডায়ানার বিতর্কিত সাক্ষাৎকার নিয়ে তদন্তে স্বাগত প্রিন্স হ্যারির

১৯৯৫ সালে বিবিসির পক্ষ থেকে ডায়ানার এই সাক্ষাৎকার নেওয়া হয়। এ নিয়ে ইদানীং শুরু হয়েছে তোলপাড়।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২০ ১২:৪২
Share:

যুবরানি ডায়ানা। ফাইল চিত্র

বিবিসিতে সম্প্রচারিত যুবরানি ডায়ানার সাক্ষাৎকার নিয়ে শুরু হয়েছে তদন্ত। দাদা উইলিয়ামের পর সেই তদন্তের সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রিন্স হ্যারি। ১৯৯৫ সালে বিবিসির পক্ষ থেকে ডায়ানার এই সাক্ষাৎকার নেওয়া হয়। এ নিয়ে ইদানীং শুরু হয়েছে তোলপাড়। ব্রিটেনের প্রাক্তন এক সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে, কোনও ভাবে বিপথে চালিত করে ডায়ানাকে এই সাক্ষাৎকারে বসানো হয়েছিল কি না। তদন্তের কথা ঘোষণা হওয়ার পরেই প্রিন্স উইলিয়াম জানিয়েছিলেন, তিনি এই সিদ্ধান্তে খুশি। রাজপরিবার সূত্রে খবর, তদন্তের নিয়মিত খবর রাখছেন উইলিয়ামও।

Advertisement

কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন, উইলিয়াম যখন তদন্তকে স্বাগত জানিয়েছিলেন, তখন হ্যারি কিছু বলেননি কেন? সূত্রের খবর, অনেকে চাইছেন এই সুযোগে দুই ভাইয়ের মধ্যে দূরত্ব তৈরি করতে। সেই কারণেই বুঝে শুনে পদক্ষেপ করতে চেয়েছেন হ্যারি।

আরও পডুন: এপ্রিল থেকে জুনে বাজারে আসছে প্রথম ভারতীয় টিকা

Advertisement

বিবিসির মার্টিন বশিরের সঙ্গে ডায়ানার এই বিতর্কিত সাক্ষাৎকার ইতিমধ্যে প্রায় ২ কোটি ভিউ হয়ে গিয়েছে। বিবাহ, পরিবার, বিচ্ছেদ ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে খোলামেলা এই সাক্ষাৎকার যথেষ্ট বিতর্ক তৈরি করেছে। এই সাক্ষাৎকারেই ডায়ানা প্রিন্স চার্লসের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথাও স্বীকার করেছিলেন। যদিও সাক্ষাৎকার নিয়েছিলেন যিনি, সেই বশিরের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। কারণ, তিনি সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন, হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। আপাতত ছুটিতে। তাই কী ভাবে এই সাক্ষাৎকার নেওয়া হয়েছিল এই নিয়ে নতুন কোনও তথ্য সামনে আসেনি।

আরও পডুন: ভারতী সিংহের পর মাদককাণ্ডে গ্রেফতার হলেন তাঁর স্বামীও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement