ঘটনাস্থল থেকে বেরিয়ে আসছেন স্থানীয়রা। ছবি রয়টার্স।
আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণে হত ১০ জন। আহত হলেন ২০ জনেরই বেশি। শুক্রবার ঘটনাটি ঘটেছে কাবুলের খলিফা অগা গুলজান মসজিদে। রোজার নমাজ পড়তে এসে নিহত হলেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
তালিবান সরকারের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে এর বেশি কোনও তথ্য জানা যাচ্ছে না। আহতদের উদ্ধার করছেন আফগান নিরাপত্তা রক্ষীরা।
এই হামলা নিয়ে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। কোনও সন্ত্রাসবাদী সংগঠনও এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, স্থানীয়রা জানাচ্ছেন, বিস্ফোরণের তীব্রতায় মসজিদের আশপাশে অঞ্চল কেঁপে ওঠে। দুলে ওঠে পাশের বাড়িঘর। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। ঘটনার পর অ্যাম্বুল্যান্স পৌঁছতেও বেশ দেরি হয় বলে খবর। সংকীর্ণ রাস্তার জন্য গাড়ি নিয়ে ঢোকা খুব অসুবিধার হয়ে দাঁড়ায়।
কিছুদিন আগেও আফগানিস্তানের রাজধানীতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সে বার আফগানিস্তানে সংখ্যালঘু সুন্নিদের এলাকায় বিস্ফোরণ হয়। অভিযোগ, আইএস এই ঘটনায় যুক্ত। এ বার বিস্ফোরণ হল সিয়া অধ্যুষিত অঞ্চলে।