Pope Francis

আড়ালেই রইলেন পোপ ফ্রান্সিস

ভ্যাটিকান পোপের ‘সামান্য অসুস্থতা’-র কথা মেনে নিয়ে জানিয়েছে, সান্তা মার্তা হোটেলের বাসভবন থেকেই দায়িত্ব পালন করে চলেছেন তিনি।

Advertisement

স‌ংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২০ ০৪:৫৩
Share:

পোপ ফ্রান্সিস। —ফাইল চিত্র

এই নিয়ে তৃতীয় দিন। যাবতীয় সরকারি কর্মসূচি বাতিল করে পোপ ফ্রান্সিস রইলেন অন্তরালে। গত বুধবার শেষ বার প্রকাশ্যে আসার সময়ে তাঁকে কাশতে ও নাক ঝাড়তে দেখা গিয়েছিল। করোনা-আক্রান্ত ইটালি থেকে ভ্যাটিকান— দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছিল পোপের ‘সংক্রমণ’ নিয়ে। শনিবার একটি বক্তৃতার পরে ভক্তদের সঙ্গে সাক্ষাতের কথা ছিল পোপের। ছিল আরও একটি অনুষ্ঠানও। বাতিল হয়েছে দু’টিই।

Advertisement

ভ্যাটিকান পোপের ‘সামান্য অসুস্থতা’-র কথা মেনে নিয়ে জানিয়েছে, সান্তা মার্তা হোটেলের বাসভবন থেকেই দায়িত্ব পালন করে চলেছেন তিনি। এ দিনও দেখা করেছেন তিন দেশে তাঁর দূত এবং ভ্যাটিকানের বিশপের দফতরের প্রধানের সঙ্গে। আজ, রবিবার পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি রোমের গ্রামে একটি আধ্যাত্মিক কর্মসূচিতে যোগ দেন কি না, সেটাই দেখার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement