PM Narendra Modi arrives in Cairo

মিশরে মোদী, ২৬ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করতে গেলেন পিরামিডের দেশে

প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর এটাই প্রথম মিশর সফর। তার তাৎপর্য আরও বৃদ্ধি পেয়েছে কারণ, গত ২৬ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মিশর সফরে এলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৩ ২২:০২
Share:

কায়রো বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে হাজির মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাডবাউলি। ছবি— পিটিআই।

দু’দিনের রাষ্ট্রীয় সফরে মিশর পৌঁছে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কায়রোর বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাডবাউলি। এটা প্রধানমন্ত্রী মোদীর প্রথম মিশর সফর। তার তাৎপর্য আরও বৃদ্ধি পেয়েছে কারণ, গত ২৬ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মিশর সফরে এলেন।

Advertisement

জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে ভারত এসেছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ্‌ আল সিসি। তা পরেই প্রেসিডেন্ট আল সিসি মোদীকে সে দেশে আসার আমন্ত্রণ জানিয়ে যান। নিমন্ত্রণ রক্ষা করে শনিবারই কায়রো পৌঁছলেন মোদী। কায়রো বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা, ‘গার্ড অফ অনার’-এর পর মোদীর বিশাল কনভয় সোজা চলে যায় শহরের সেরা বিলাসবহুল হোটেলে। সেখানেই মোদীর থাকার ব্যবস্থা হয়েছে।

হোটেলেই মোদীর জন্য অপেক্ষা করছিলেন মিশরে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা। মোদীর কনভয় দৃশ্যমান হতেই ‘মোদী-মোদী’ স্লোগানে মেতে ওঠে কায়রোর ব্যস্ততম এলাকা। হোটেলে পৌঁছে তাঁদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। মিশরে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা ছাড়াও স্থানীয়দেরও দেখা মেলে সেখানে। তাঁরা জনপ্রিয় হিন্দি গান গেয়ে শোনান মোদীকে। যা শুনে তারিফ করতেও দেখা যায় মোদীকে।

Advertisement

দু’দিনের সফরে মিশরের প্রধানমন্ত্রীর সঙ্গে গোলটেবিল বৈঠকে মিলিত হবেন মোদী। পাশাপাশি তাঁর সঙ্গে দেখা হবে প্রেসিডেন্ট আল সিসির। শনিবারই মোদীর সাক্ষাৎ হওয়ার কথা মিশরের সর্বোচ্চ মুফতি শওকি ইব্রাহিম আবদেন-করিম আল্লামের।

বিদেশ মন্ত্রক সূত্রের খবর, রবিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ যৌথ সাংবাদিক বৈঠক করে একাধিক বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তির ঘোষণা করবেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। মিশরের হয়ে প্রথম বিশ্বযুদ্ধে লড়া ভারতীয় সৈন্যদের সমাধিস্থলেও শ্রদ্ধা জানাতে যেতে পারেন মোদী। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, মোদীর এই সফরেই সুয়েজ ক্যানালের তীরবর্তী ‘সুয়েজ ক্যানাল ইকনমিক জ়োন’-এর একাংশ ভারতীয় উদ্যোগপতিদের হাতে তুলে দিতে পারে মিশর প্রশাসন।

দু’দিনের সফরে আল-হাকিম বি আমর আল আল্লা মসজিদে যাওয়ার কথা মোদীর। সেখানে আধ ঘণ্টা সময় কাটাবেন তিনি। মিশর সরকারের পর্যটন মন্ত্রক জানিয়েছে, ছ’বছর ধরে সংস্কারের পর আবার খুলে দেওয়া হচ্ছে মসজিদটি। এর জন্য আর্থিক সহায়তা দিয়েছে দাউদি বোহরা সম্প্রদায়। এ ছাড়া কায়রোর অন্যতম আকর্ষণ হেলিয়োপলিস ওয়ার সিমিট্রি দেখতেও যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement