Russia Ukraine War

Russia-Ukraine War: জেলেনস্কির সঙ্গে আবার কথা বলবেন মোদী, আটকে পড়া ভারতীয়দের ফেরাতেই কি উদ্যোগ

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেন তিনি। ইউক্রেনের খারকিভে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের উদ্ধার নিয়ে দু’জনের কথা হয়। 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ০৯:৫৮
Share:

গ্রাফিক : শৌভিক দেবনাথ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফের ফোনে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, সোমবার ফোনে দু’জনের মধ্যে কথা হতে পারে।

Advertisement

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেন তিনি। ইউক্রেনের খারকিভে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের উদ্ধার নিয়ে দু’জনের কথা হয়।

কিভ ও খারকিভের মতো গুরুত্বপূর্ণ শহরে আটকে থাকা অধিকাংশ ভারতীয়দের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হলেও পূর্ব ইউক্রেনের সুমি শহরে এখনও আটক বহু। সে কারণে এবার ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে পারেন তিনি। সূত্রে জানা গিয়েছে, তিনি জেলেনস্কিকে যুদ্ধ থামানোর জন্য আবেদন করতে পারেন। প্রসঙ্গত যুদ্ধ শুরু গোড়ার দিকে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

Advertisement

গত কয়েকদিনে রাশিয়া তাদের আগ্রাসনের গতি বাড়িয়েছে। রাষ্ট্রপুঞ্জের হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত সাড়ে দশ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়ে অন্য দেশে পালিয়েছেন। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন মোদী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement