প্রতীকী ছবি।
২৮ জনকে নিয়ে রাশিয়ায় নিখোঁজ হয়ে গিয়েছিল একটি যাত্রিবাহী বিমান। রাশিয়ার আরআইএ সংবাদ সংস্থার দাবি, বিমানটি যাত্রী নিয়ে সমুদ্রে ভেঙে পড়েছে। বিমানের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, এন-২৬ নামে বিমানটি মঙ্গলবার পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি থেকে পালানায় যাচ্ছিল। পালানায় নামার কিছু ক্ষণ আগেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের।
জানা গিয়েছে, ৬ বিমানকর্মী এবং দুই শিশু-সহ মোট ২৮ জন ছিলেন বিমানে। বিমানটি কি ভেঙে পড়েছে, তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। এ নিয়ে বিভিন্ন সূত্র মারফৎ পরস্পরবিরুদ্ধ বেশ কয়েকটি দাবি সামনে আসতে শুরু করে। পরে রাশিয়ার কয়েকটি সংবাদ সংস্থা জানায়, বিমানটি যাত্রী নিয়ে সমুদ্রে ভেঙে পড়েছে। যে সময় যোগাযোগ বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, সে সময় আবহাওয়া দুর্যোগপূর্ণ ছিল বলে আরআইএ দাবি করেছে।