—প্রতীকী ছবি।
সাঁতার কাটতে গিয়ে সমুদ্রে হাঙরের কবলে পড়েছিলেন এক যুবক। সেই হাঙরের আক্রমণে প্রাণ গিয়েছে ওই যুবকের। তার পরই বদলা নিতে ওই হাঙরটিকে উদ্ধার করে পিটিয়ে মারার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। ঘটনাটি মিশরের হারঘাডা এলাকার।
গত বৃহস্পতিবার হারঘাডা এলাকায় ২৩ বছর বয়সি ভ্লাদিমির পোপোভ নামে রাশিয়ার এক যুবক সমুদ্রে নেমেছিলেন। দিব্যি সাঁতার কাটছিলেন তিনি। আচমকাই হাঙরের কবলে পড়েন ওই যুবক। শেষে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিয়োতে দেখা গিয়েছে, সমুদ্রে সাঁতার কাটছিলেন ওই যুবক। এমন সময় হাঙরের মুখে পড়েন তিনি। হাঙরের হাত থেকে নিজেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছেন ওই যুবক। সেই দৃশ্য দেখে সমুদ্রসৈকতে থাকা বহু মানুষ চিৎকার করছেন। কিন্তু কেউই তাঁকে বাঁচাতে পারেননি। মিশরের পরিবেশ মন্ত্রক জানিয়েছে, ‘টাইগার শার্ক’ (হাঙরের এক ধরনের প্রজাতি)-এর আক্রমণে যুবকের মৃত্যু হয়েছে।
সেই ঘটনার পর ওই হাঙরটিকে উদ্ধার করে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। ‘স্কাই নিউজ’ সূত্রে খবর, যুবকের মৃত্যুর পর পরই এক দল যুবক বোট নিয়ে সমুদ্রে নামেন। তার পরেই হাঙরটিকে ধরে ডাঙায় নিয়ে আসেন। সেখানে হাঙরটিকে মারা হয়।