সাম্প্রতিক কালে সবচেয়ে কঠিন খাদ্যসঙ্কটের মধ্যে পড়েছে পাকিস্তান। ফাইল চিত্র।
গাড়ির পিছন পিছন মোটরসাইকেল নিয়ে দৌড়চ্ছেন অনেকে। সঙ্গে রয়েছে টাকার বান্ডিলও। শেষ পর্যন্ত একটি বস্তা গাড়ি থেকে দেওয়া হল এক দম্পতিকে। ‘আর নেই’, জানিয়ে দরজা বন্ধ করতে বললেন গাড়ির এক আরোহী। বস্তা হাতে পাওয়া দম্পতিকে ঘিরে ধরলেন অনেকে। পাকিস্তানের তীব্র খাদ্যসঙ্কটের মধ্যে ভাইরাল হল পাক-অধিকৃত কাশ্মীরের ন্যাশনাল ইকুয়ালিটি পার্টি জেকেজিবিএলের চেয়ারম্যান সাজ্জাদ রাজার টুইট করা এই ভিডিয়ো। সাজ্জাদের দাবি, গমের জন্য গাড়ির পিছনে ছুটছিলেন অনেকে। অন্য দিকে খাদ্য ও আর্থিক সঙ্কটের সময়ে প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফকে নিশানা করতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে হাতিয়ার করলেন ইমরান খানের দলের সদস্যেরা।
সাম্প্রতিক কালে সবচেয়ে কঠিন খাদ্যসঙ্কটের মধ্যে পড়েছে পাকিস্তান। গমের দামের উপরে ভর্তুকি দেয় পাক সরকার। অনেক প্রদেশে বন্ধ হয়েছে সেই গমের সরবরাহ। ফলে খাইবার পাখতুনখোয়া, সিন্ধু, বালুচিস্তানে এক প্যাকেট গম ৩ হাজার পাকিস্তানি টাকায় বিক্রি হচ্ছে। শনিবার সরকারি গমের বস্তা আটক করা জনতাকে ছত্রভঙ্গ করতে খাইবার পাখতুনখোয়ায় লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে। খাবার নিয়ে সংঘর্ষের সম্ভাবনা দেখা দিয়েছে পাক-অধিকৃত কাশ্মীরেও। এই পরিস্থিতিতে ওই ভিডিয়ো টুইট করে ন্যাশনাল ইকুয়ালিটি পার্টি জেকেবিজিএলের চেয়ারম্যান সাজ্জাদের বক্তব্য, ‘‘এটা মোটরসাইকেলের দৌড় নয়। পাকিস্তানিরা এক বস্তা গম পাওয়ার জন্য ট্রাকের পিছনে পাগলের মতো দৌড়চ্ছেন। জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের উচিত এই দৃশ্য দেখে শিক্ষা নেওয়া। জম্মু-কাশ্মীর যে পাকিস্তানের অংশ নয় সেটা আমাদের সৌভাগ্য। আমরা এখনও নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারি। পাকিস্তানে মিশে গিলে আমাদের ভবিষ্যতের কী হবে?’’
এই পরিস্থিতিতে আসরে নেমেছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফও। ঘটনাচক্রে প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফকে নিশানা করতে ইমরানের দলের সদস্যেরা বেছে নিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বক্তৃতা। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে রাজস্থানে দেওয়া ওই বক্তৃতায় মোদী বলেছিলেন, ‘‘আমরা পাকিস্তানের গর্ব চূর্ণ করে তাদের গোটা বিশ্বে ভিক্ষার বাটি নিয়ে ঘুরতে বাধ্য করেছি।’’ পাক পরমাণু অস্ত্র প্রসঙ্গে মোদী বলেন, ‘‘পাকিস্তানের হুমকিকে আমরা আর ভয় পাই না। ওদের পরমাণু অস্ত্র থাকলে আমাদের পরমাণু অস্ত্রও দীপাবলির জন্য রাখা নেই।’’ এই ভিডিয়োটি শেয়ার করেছেন প্রাক্তন মন্ত্রী ও ইমরানের দলের প্রবীণ নেতা আজ়ম খান স্বাটিও। তাঁদের দাবি, পাক সরকার সম্পর্কে মোদী কী বলছেন সেটা ইসলামাবাদের দেখা প্রয়োজন। কিন্তু ঘটনা হল মোদীর এই বক্তৃতার সময়ে ইসলামাবাদের মসনদে ছিলেন ইমরান খানই। ফলে বিষয়টি নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে ইমরানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ তথা পিটিআই-কে। সাংবাদিক নাইলা ইনায়েতের বক্তব্য, ‘‘ব্যাপারটা খুব মজার। ইমরান জমানায় মোদীর বক্তৃতাকে পিটিআই বর্তমান পাক সরকারের বিরুদ্ধে হাতিয়ার করছে।’’