আমেরিকার সেনেটরের সঙ্গে কথা বলছেন ওই প্যালেস্তানীয় তরুণী। ছবি: ইনস্টাগ্রাম।
গাজ়া ভূখণ্ডে যুদ্ধবিরতি ঘোষণা করতে আর কত জনকে মরতে হবে? আমেরিকার এক সেনেটরের কাছে প্রশ্ন তুললেন প্যালেস্তাইনের এক তরুণী। তরুণীর দাবি, গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েলি হামলায় তাঁর পরিবারের ৬৮ জন সদস্যের মৃত্যু হয়েছে। আরও মৃত্যু রুখতে গাজ়ায় অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করা হোক বলেও আমেরিকার সেনেটরের কাছে দাবি জানালেন প্যালেস্তানীয় তরুণী।
সোমবার রাতে বস্টনের এক নামী রেস্তোরাঁয় নৈশভোজ সারছিলেন ম্যাসাচুসেটসের আমেরিকান সেনেটর এলিজাবেথ ওয়ারেন। হঠাৎ তাঁর এক দম কাছে পৌঁছে যান ওই তরুণী। নিজেকে প্যালেস্তাইনের এক শরণার্থী পরিচয় দিয়ে ওই তরুণী জানান, তাঁর পুরো পরিবার গাজ়ায় থাকত। কিন্তু ইজ়রায়েলি হামলায় পরিবারের ৬৮ জন সদস্য নিহত হয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, ‘‘যুদ্ধবিরতি ঘোষণার আগে আর কত জনকে মরতে হবে?’’ পুরো ঘটনাটির ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিয়োতে দেখা গিয়েছে, আমেরিকার সেনেটরকে ওই প্যালেস্তানীয় তরুণী বলেন, ‘‘আমি গাজ়া থেকে আগত এক জন শরণার্থী। গত তিন সপ্তাহে আমার পরিবারের ৬৮ জন সদস্যকে হত্যা করা হয়েছে। আমি শুধু জানতে চাই আরও কত জনকে মরতে হবে। শীঘ্রই যুদ্ধবিরতির ঘোষণা করা হোক।’’
তিনি আরও বলেন, ‘‘আপনাদের যুদ্ধবিরতি ঘোষণার আগে আমার পরিবারের আরও কতজনকে প্রাণ হারাতে হবে? মানুষ প্রতিদিন আপনাদের অফিসে ফোন করে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করছে আর আপনারা যুদ্ধবিরতি ঘোষণা করতে অস্বীকার করছেন।’’
সোমবার বোস্টন সিটি হলের বাইরে একটি মিছিল করছিল প্যালেস্তাইনের কয়েক জন নাগরিক। সেখানে সেনেটর ওয়ারেন উপস্থিত ছিলেন। সংবাদমাধ্যম, বোস্টন হেরাল্ডের একটি প্রতিবেদন অনুযায়ী, ওয়ারেন তাঁর বক্তব্য শেষ করার সিটি হল থেকে বেরিয়ে যাওয়ার সময়ও তিনি বিক্ষোভের মুখে পড়েন। পরে রেস্তোরাঁতেও ওই তরুণীর প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে।
প্রসঙ্গত, গাজ়ায় ইজরায়েলি সেনার হামলায় নিহত প্যালেস্টাইনি নাগরিকের সংখ্যা ১১ হাজার পেরিয়ে গিয়েছে। স্বশাসিত প্যালেস্টাইনি কর্তৃপক্ষের স্বাস্থ্য দফতরের তরফে শুক্রবার বিকেলে জানানো হয়েছে গত ৭ অক্টোবর হামাসের হামলার ‘জবাবে’ তেল আভিভের ধারাবাহিক আক্রমণ শুরু হয়েছিল গাজ়ায়। শুক্রবারও তা চলেছে। শুক্রবার উত্তর গাজ়ার আল-শিফা হাসপাতালে আঘাত হেনেছে ইজ়রায়েলি ক্ষেপণাস্ত্র। সেখানে চিকিৎসাধীন বেশ কিছু প্যালেস্টাইনি নাগরিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। গাজ়ার আল-রানতিসি শিশু হাসপাতালেও ইজ়রায়েলি সেনার ট্যাঙ্কের গোলা আছড়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র তরফে শুক্রবার জানানো হয়েছে ইজ়রায়েলি সেনার হামলার কারণে গাজ়ার ২০ হাসপাতালের চিকিৎসা পরিষেবা পুরোপুরি বা আংশিক ভাবে বন্ধ হয়ে গিয়েছে।