ফাইল চিত্র।
বিগত কয়েক দিন ধরে প্রকাশ্যে আসা একের পর এক অডিয়ো ক্লিপ ঘিরে উত্তাল পাকিস্তান। প্রধানমন্ত্রীর সামনে উচ্চস্বরে কথা বলায় পাকিস্তানের ‘ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সি’ (এফআইএ)-এর প্রাক্তন ডিরেক্টর জেনারেলকে শৌচালয়ে আটকে রাখার ঘটনার কথাও ফাঁস হয়েছে সাম্প্রতিক একটি অডিয়ো ক্লিপে। সেই ঘটনার কথা এ বার খোদ এফআইএ-র প্রাক্তন ডিরেক্টর জেনারেল বশির মেমন স্বীকার করে নিয়েছেন! এমনটাই দাবি পাক সংবাদমাধ্যমের।
সংবাদমাধ্যম জিয়ো টিভি-র প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একাধিক টুইট করে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান ও মেমনের মধ্যে বৈঠক সম্পর্কে কিছু তথ্য প্রকাশ্যে এনেছেন এক হ্যাকার। তা নিয়ে পাকিস্তানের রাজনীতি উত্তাল হতেই সেই বৈঠকের কথা মেমন স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর নেতা মারিয়াম নওয়াজকে হেনস্থা করা নিয়ে ইমরানের সামনে কিছুটা উচ্চস্বরে কথা বলেছিলেন তিনি। এর পরেই তাঁকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে শৌচালয়ে আটকে রাখেন প্রধানমন্ত্রীর তৎকালীন প্রধান সচিব আজম খান।
প্রসঙ্গত, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তাঁর প্রধান সচিব তাকির শাহের মধ্যে কথোপকথনের অডিয়ো ক্লিপও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।