Pakistan

মূল্যবৃদ্ধির পাকিস্তানে বিমান টিকিটে ২৭ শতাংশ ছাড়! শর্ত চিনে পড়তে যেতে হবে

দুধ, রুটি, মাংসের দাম আকাশ ছুঁয়েছে পাকিস্তানে। এর মধ্যেই পাকিস্তানের বিমান সংস্থা টিকিটে ছাড়ের ঘোষণা করেছে। এই ছাড় অবশ্য পাবেন পাকিস্তানের পড়ুয়ারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫২
Share:

প্রতীকী ছবি।

খাবারের দাম ধরাছোঁয়ার বাইরে যাচ্ছে পাকিস্তানে। রেকর্ড বেড়েছে জ্বালানির দামও। এই পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ঘোষণা করল তারা বিমানের টিকিটে ছাড় দেবে। মোট ভাড়ার মূল্যের উপর ২৭ শতাংশ ছাড় পাওয়া যাবে। তবে তারও শর্ত আছে। এই ছাড় শুধুই পাকিস্তানের পড়ুয়াদের জন্য। আর ছাড় তাঁরা পাবেন একমাত্র পড়াশোনার ডিগ্রিলাভের জন্য চিনে গেলে।

Advertisement

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-র এক কর্তা জানিয়েছেন, সাধারণত ইসলামাবাদ থেকে বেজিং যাওয়ার টিকিটের দাম পড়ে পাকিস্তানি টাকায় ২ লক্ষ ৭২ হাজার টাকা। তবে চিনে ডিগ্রি নিতে যাওয়া ছাত্রছাত্রীরা এই অর্থের উপর ২৭ শতাংশ ছাড় পাবেন। পিআইএ জানিয়েছে, আপাতত তারা চিনে দু’টি বিমানবন্দরে বিমান পরিষেবা দিয়ে থাকে। দু’ক্ষেত্রেই এই ছাড়ের সুবিধা থাকছে।

পাকিস্তানের সঙ্গে চিনের বন্ধুত্ব আন্তর্জাতিক মহলে সুবিদিত। তবে সম্প্রতি সেই বন্ধুত্ব নিয়ে প্রশ্নও উঠেছিল। চিনের তরফে পাকিস্তানকে রেলের অকেজো রেক দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিল পাকিস্তান। তবে পাকিস্তানের উচ্চবিত্ত মহলে পিআইএ-র এই সিদ্ধান্তকে স্বাগতই জানানো হয়েছে। তাদের বক্তব্য, মূল্যবৃ্দ্ধির পরিস্থিতিতে পাকিস্তানি টাকার দাম পড়ে যাওয়ায় বিমানের ভাড়া মাত্রাতিরিক্ত বেড়েছে। পিআইএ-র ছাড় ছাত্র-ছাত্রীদের সুবিধা করে দেবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement