আর্থিক সমস্যায় পড়েছে ইমরান খান সরকার ফাইল চিত্র।
পাকিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্কে গচ্ছিত টাকার পরিমাণ এক সপ্তাহে ০.৬১ শতাংশ কমেছে। পাকিস্তানের সংবাদ সংস্থা দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এর রিপোর্ট অনুযায়ী ৩ সেপ্টেম্বর গচ্ছিত টাকার পরিমাণ ছিল ২ হাজার ১৪ কোটি ৫৬ লক্ষ ডলার। ১০ সেপ্টেম্বর তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ২ কোটি ২০ লক্ষ ডলারে। অর্থাৎ এক সপ্তাহে গচ্ছিত টাকার পরিমাণ কমেছে ১২ কোটি ৩০ লক্ষ ডলার।
পাকিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্কে গচ্ছিত টাকার পরিমাণ ভারতের রিজার্ভ ব্যাঙ্কে গচ্ছিত টাকার পরিমাণের মাত্র ৩ শতাংশ। ভারতের রিজার্ভ ব্যাঙ্কে গচ্ছিত টাকার পরিমাণ এই মুহূর্তে ৬৫ হাজার কোটি ডলার।
দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ধার মেটাতে গিয়েই গচ্ছিত টাকার পরিমাণ কমেছে পাকিস্তানের। এর আগে গত ২৪ অগস্ট ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড (আইএমএফ) পাকিস্তানকে ২৭৫ কোটি ১০ লক্ষ ডলার আর্থিক সাহায্য করে। ফলে পাকিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্কে গচ্ছিত টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল ২ হাজার ১৫ কোটি ডলার। কিন্তু সেই টাকা থেকে ধার মেটাতে হয় ইমরান খান সরকারকে। ফলে পাকিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্কে গচ্ছিত টাকার পরিমাণ আরও এক বার কমেছে বলেই জানানো হয়েছে রিপোর্টে। এর ফলে আর্থিক সমস্যায় পড়েছে সরকার।