international news

ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করল চিন

কথাটা অবশ্য গত কাল এতটা সরাসরি বলেননি বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ মে ২০২০ ১৪:৪৪
Share:

ট্রাম্পের প্রস্তাব ফেরালেন চিনা প্রেসিডেন্ট। -ফাইল ছবি।

ভারত ও চিন, দু’পক্ষের কারও সঙ্গেই কথা না বলে আগবাড়িয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানবে কি না, তা নিয়ে ভারত সরাসরি মুখ খোলেনি। চিন কিন্তু মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব পুরোপুরি খারিজই করে দিল। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ন শুক্রবার বললেন, “আলোচনা ও মতামত বিনিময়ের মাধ্যমে সমস্যাগুলি ভাল ভাবেই মেটাতে পারে ভারত ও চিন। সেই সব মেটানোর জন্য কোনও তৃতীয় পক্ষের প্রয়োজন নেই।’’

Advertisement

কথাটা অবশ্য গত কাল এতটা সরাসরি বলেননি বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। তিনি বলেছিলেন, “আলোচনার মাধ্যমে চিনের সঙ্গে সমস্যা মেটানোর চেষ্টা করছে ভারত। এ ব্যাপারে দিল্লি ও বেজিংয়ে কূটনীতিকরা তাঁদের কাজ করে যাচ্ছেন।’’

ট্রাম্প আগবাড়িয়ে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে বেজিংও মুখ খোলেনি। এ দিনই প্রথম বেজিংয়ে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র লিজিয়ন সাংবাদিকদের বলেন, “সীমান্ত সমস্যা মেটানোর জন্য ভারতের সঙ্গে আমাদের বোঝাপড়া চালানোর একটা ব্যবস্থা রয়েছে। অনেক দিন ধরেই রয়েছে। রয়েছে কূটনৈতিক স্তরের যোগাযোগও। ফলে, এই সমস্যা মেটানোর জন্য কোনও তৃতীয় পক্ষের দরকার নেই।’’

Advertisement

আরও পড়ুন- চিন নিয়ে মোদীর সঙ্গে কোনও কথাই হয়নি ট্রাম্পের, জানাল সরকারি সূত্র

আরও পড়ুন- বাণিজ্যিক কারণেই সীমান্তের উত্তেজনা জিইয়ে রাখতে চায় চিন, মত বিশেষজ্ঞদের

গত ৫ মার্চ থেকেই পূর্ব লাদাখের কাছে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে চিনা সেনাদের প্যাংগং হ্রদ ও গালওয়ান উপত্যকায় ঢুকে পড়ার খবর আতে থাকে। ভারতীয় সেনাদের সঙ্গে তাদের হাতাহাতিরও খবর আসে।

গত কাল ভারতের বিদেশমন্ত্রক জানায়, যত রকম ভাবে যোগাযোগ রেখে চলা হয়, সেই সব রকম ভাবেই চিনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যোগাযোগ রাখা হচ্ছে কূটনৈতিক স্তরেও।

আরও পড়ুন- চিনের পরিকল্পনা এ বার বহুমুখী, সঙ্ঘাত ছাপিয়ে যেতে পারে ডোকলামকেও​

আরও পড়ুন- চিন সীমান্তে কী হচ্ছে জানান দেশবাসীকে, মোদীকে পরামর্শ রাহুলের​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement