Recession

ভয়াবহ মন্দা আছড়ে পড়বে বিশ্বে, দাবি ২০০৮ সালের সঙ্কটের পূর্বাভাস দেওয়া অর্থনীতিবিদের

ইরানীয়-আমেরিকান অর্থনীতিবিদ রুবিনির দাবি, শুধু আমেরিকা নয়, ২০২২ সালের শেষ দিকে গোটা বিশ্বেই আছড়ে পড়তে চলেছে ওই মন্দা। যা স্থায়ী হতে পারে ২০২৩ সাল পর্যন্ত।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৯:৪০
Share:

অর্থনীতিবিদ নুরিয়েল রুবিনি।

২০০৮ সালের আর্থিক বিপর্যয়ের চেয়েও আরও ভয়াবহ অর্থনৈতিক মন্দার সম্মুখীন হতে চলেছে গোটা বিশ্ব। চলতি বছরের শেষেই তা আছড়ে পড়তে পারে আমেরিকায়। এমনটাই দাবি করলেন অর্থনীতিবিদ নুরিয়েল রুবিনি। ঘটনাচক্রে, ২০০৮ সালে বিশ্বব্যাপী মন্দার পূর্বাভাস যাঁরা দিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম নুরিয়েল। তাঁর দাবি, শুধু আমেরিকা নয়, ২০২২ সালের শেষ দিকে গোটা বিশ্বে আছড়ে পড়তে চলেছে ওই মন্দা। যা স্থায়ী হতে পারে ২০২৩ সাল পর্যন্ত।

Advertisement

বর্তমানে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্টার্ন স্কুল অফ বিজনেস-এ অধ্যাপক রুবিনি। রুবিনি ম্যাক্রো অ্যাসোসিয়েটস নামে তাঁর একটি সংস্থাও রয়েছে। সোমবার একটি সাক্ষাৎকারে রুবিনি বলেন, সাধারণ মন্দার ক্ষেত্রে শেয়ার বাজার ৩০ শতাংশ ধসে যায়। অর্থনীতির পরিভাষায় যাকে ‘এস অ্যান্ড পি ৫০০’ বলে। এ ক্ষেত্রে শেয়ার বাজার পড়তে পারে প্রায় ৪০ শতাংশ।

২০০৮ সালেও আমেরিকার শেয়ার বাজারে ভয়াবহ ধস নেমেছিল। খারাপ ঋণ আর আর্থিক অনাচারের চাপে গোটা ব্যাঙ্ক ব্যবস্থা যখন রসাতলে যাওয়ার উপক্রম, তার অনেক আগেই সেই সঙ্কটের পূর্বাভাস দিয়েছিলেন রুবিনি। সেই কারণে অর্থনৈতিক মহলে ‘ডক্টর ডুম’ নামে ডাকা হয় তাঁকে। তিনি বলেন, ‘‘এই মন্দা আছড়ে পড়লে বহু প্রতিষ্ঠান, ব্যাঙ্ক, কর্পোরেট সংস্থার মৃত্যু ঘটবে। তাদের নগ্নরূপ গোটা বিশ্ব দেখবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement