Kim Jung Un

Kim Jong Un: গাছে সময়মতো ফুল ফোটেনি কেন, মালিদের ছ’মাস কারাদণ্ড দিলেন কিম জং!

  • কিমের বাবা জং-ইলের নামানুসারে ওই ফুলের নামকরণ করা হয় কিমজংগিলিয়াস।
  • বিশেষ প্রজাতির এই ফুলের জন্য উপযুক্ত আবহাওয়ার প্রয়োজন।

Advertisement

সংবাদ সংস্থা

সোল শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৫১
Share:

ফাইল চিত্র।

তিনি স্থির করেছিলেন ১৬ ফেব্রুয়ারি বাবার জন্মবার্ষিকী বিশেষ ফুল দিয়ে সাজিয়ে তুলবেন। কিন্তু তাঁর সেই আশায় জল ঢেলে দিলেন মালিরা। আর তাতেই বেজায় চটলেন উত্তর কোরিয়ার প্রশাসক কিম জং উন।

কিমের বাবা জং-ইলের নামানুসারে ওই ফুলের নামকরণ করা হয় কিমজংগিলিয়াস। বিশেষ প্রজাতির এই ফুলের জন্য উপযুক্ত আবহাওয়ার প্রয়োজন। গ্রিন হাউসে সেই উপযুক্ত পরিবেশ তৈরি করে এই ফুল চাষ করা হয় উত্তর কোরিয়ায়।

Advertisement

ডেইলি এনকে-র প্রতিবেদন অনুযায়ী, ১৬ ফেব্রুয়ারি ছিল কিমের বাবার জন্মবার্ষিকী। কিমজংগিলিয়াস ফুল দিয়ে বাবার মূর্তি এবং ছবি সাজিয়ে তুলতে চেয়েছিলেন কিম। ডাক পড়ে গ্রিন হাউসের ম্যানেজার হানের। তিনি হাজির হয়েছিলেন ঠিকই। কিন্তু ফুল নিয়ে হাজির হতে পারেননি। কেননা সময়মতো গাছে ওই ফুট ফোটাতে তিনি ব্যর্থ হয়েছিলেন। বাবার স্মৃতিতে যে ফুলের নামকরণ করা হয়েছে, সেই ফুল হাতের কাছে না পেয়ে অগ্নিশর্মা হয়ে ওঠেন কিম।

এর পরই হান এবং তাঁর সমস্ত মালিকে ছ’মাসের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন কিম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement