Ajit Doval

Ajit Doval: অজিত ডোভালের বাড়িতে ঢোকার চেষ্টা, ধৃতের দাবি, শরীরে লাগানো চিপ দিয়ে নিয়ন্ত্রিত তিনি!

  • বহু দিন ধরেই জঙ্গিদের নিশানায় ডোভাল।
  • গত বছরেই এক জইশ জঙ্গির কাছ থেকে ডোভালের অফিসের রেকি করার ভিডিয়ো পাওয়া গিয়েছিল।

 

 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ১২:৩৪
Share:

ফাইল চিত্র।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বাড়িতে ঢোকার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে ডোভালের বাড়িতে ঢোকার চেষ্টা করছিলেন অভিযুক্ত। তখনই নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে ধরে ফেলেন।

পুলিশ সূত্রে খবর, ধরা পড়ার পর ওই ব্যক্তি আপন মনেই বকে যাচ্ছিলেন। এমনকি পুলিশের কাছে দাবি করেন, তাঁর শরীরে চিপ লাগানো আছে। বাইরে থেকে সেটি নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর পরই পুলিশ ধৃত শরীরের এমআরআই করানো হয়। দিল্লি পুলিশের দাবি, ধৃতের শরীরে কোনও চিপই মেলেনি।

Advertisement

ধৃত ব্যক্তি বেঙ্গালুরুর বাসিন্দা। তাঁকে দিল্লি পুলিশের সন্ত্রাসদমন শাখা জিজ্ঞাসাবাদ করছে। কেন ঢোকার চেষ্টা করছিলেন তিনি। এই ঘটনার পিছনে কোনও চক্রান্ত রয়েছে কি না তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বহু দিন ধরেই জঙ্গিদের নিশানায় ডোভাল। গত বছরেই এক জইশ জঙ্গির কাছ থেকে ডোভালের অফিসের রেকি করার ভিডিয়ো পাওয়া গিয়েছিল। সেই ঘটনার পর তাঁর নিরাপত্তা আরও বাড়ানো হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement