কিম জং-উন। ছবি: রয়টার্স।
বিশদ পরিকল্পনা আগেই প্রকাশ্যে আনা হয়েছিল। বৃহস্পতিবার আরও এক ধাপ এগিয়ে কৃত্রিম মেধাযুক্ত আত্মঘাতী ড্রোনের (এআই সুইসাইড ড্রোন) সফল পরীক্ষার কথা ঘোষণা করল উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ় এজেন্সি’ (কেসিএনএ)-তে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সে দেশের শাসক কিম জং-উন কৃত্রিম মেধাযুক্ত আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। ড্রোনের সঙ্গে একনায়ক কিমের একটি ছবিও প্রকাশ করেছে তারা।
গত অগস্টে পিয়ং ইয়ং প্রথম এআই-যুক্ত আত্মঘাতী ড্রোন নির্মাণের দাবি করেছিল। বৃহস্পতিবার প্রকাশিত খবর জানাচ্ছে, কিম বিভিন্ন ধরনের হামলাকারী এবং গুপ্তচর ড্রোনের কার্যকারিতার নমুনা দেখেছেন। ড্রোনে ব্যবহৃত উন্নততর ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থাও তিনি পর্যবেক্ষণ করেছেন বলে কেসিএনএর দাবি। গত বছর ওই প্রযুক্তি ব্যবহার করে পড়শি দক্ষিণ কোরিয়ায় হানা দিয়েছিল কিমের বাহিনী।
পশ্চিমি প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, চিনের প্রযুক্তিগত সাহায্যেই কৃত্রিম মেধাযুক্ত আত্মঘাতী ড্রোন বানিয়েছে কিমের দেশ। তাৎপর্যপূর্ণ, চলতি মাসেই একদলীয় চিনের সরকারি সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ এ জাতীয় ড্রোনের সফল পরীক্ষার কথা জানিয়েছিল। প্রকাশিত খবরে দাবি করা হয়েছিল, উড়ন্ত অবস্থায় এআই প্রযুক্তির সাহায্যে দ্রুত শত্রুকে চিহ্নিত করে আত্মঘাতী হামলা চালাতে পারে এই ড্রোন।