India-Bangladesh relation

‘ইউনূস প্রথমে ভারতেই যেতে চেয়েছিলেন, সাড়া না পেয়ে চিন সফরে’, বলল বাংলাদেশ সরকার

ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের দাবি, আগামী ২ থেকে ৪ এপ্রিল তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে আয়োজিত বিমস্টেক সম্মেলনে অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা চান মোদীর সঙ্গে কথা বলতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ২১:২৯
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

চিন নয়, প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরের গন্তব্য হিসাবে মুহাম্মদ ইউনূস প্রাথমিক ভাবে ভারতকেই বেছে নিয়েছিলেন! কিন্তু নয়াদিল্লির তরফে প্রত্যাশিত সাড়া না পেয়েই তিনি চিন সফরে যাচ্ছেন বলে দাবি করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার!

Advertisement

ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন! তিনি বলেন, ‘‘চিন সফর চূড়ান্ত করার অনেক আগে প্রধান উপদেষ্টা ভারতে যেতে চেয়েছিলেন। সেই ইচ্ছা প্রকাশ করে অন্তর্বর্তী সরকার গত ডিসেম্বরেই ভারতকে বার্তা পাঠিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, ভারত থেকে ইতিবাচক কোনও সাড়া পাওয়া যায়নি।’’

ঘটনাচক্রে, বুধবারই চার দিনের চিন সফরে রওনা দিয়েছেন ইউনূস। দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। শফিকুল জানিয়েছেন, বেজিং থেকে ঢাকায় ফিরেই ইউনূস তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে যাবেন বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে। আগামী ২ থেকে ৪ এপ্রিলের সেই সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

Advertisement

শফিকুল জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা ব্যাঙ্ককে মোদীর সঙ্গে বৈঠক করতে চান। তিনি জানান, ইতিমধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার আর এক রাষ্ট্র মালয়েশিয়াও ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে। গত ৫ অগস্ট গণঅভ্যুত্থানের জেরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন। সেই থেকে আওয়ামী লীগ নেত্রী ভারতেই রয়েছেন। যা নিয়ে অন্তর্বর্তী সরকারের পদাধিকারীরা নয়াদিল্লিকে নিশানা করেছেন। পাশাপাশি, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ধারাবাহিক ঘটনাও নয়াদিল্লি-ঢাকা টানাপড়েনের অনুঘটক হয়েছে। তাই ব্যাঙ্ককে আদৌ মোদী-ইউনূস বৈঠক হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে কূটনীতিকদের অনেকের মনেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement