Russia-Ukraine War

‘ওঁর আয়ু আর বেশি দিন নেই, মৃত্যু ঘনিয়ে এসেছে’! পুতিনের অসুস্থতার জল্পনার মধ্যেই বললেন জ়েলেনস্কি

৭২ বছরের পুতিনের স্বাস্থ্য নিয়ে জল্পনা নতুন নয়। কয়েক বছর ধরেই পুতিনের অসুস্থতা নিয়ে নানা খবর প্রকাশিত হয়েছে। কখনও দাবি করা হয়েছে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত, কখনও ক্যানসারে!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১১:০৩
Share:
(বাঁ দিকে) ভ্লাদিমির পুতিন, ভলোদিমির জ়েলেনস্কি (ডান দিকে) ।

(বাঁ দিকে) ভ্লাদিমির পুতিন, ভলোদিমির জ়েলেনস্কি (ডান দিকে) । —ফাইল চিত্র।

তিন বছর আগে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়া ইস্তক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘শারীরিক অসুস্থতা’ নিয়ে নানা খবর প্রচারিত হচ্ছে পশ্চিমি সংবাদমাধ্যমে। এ বার সেই ‘প্রচারে’ শামিল হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিও!

Advertisement

ফ্রান্স সফরে গিয়ে সংবাদমাধ্যম ‘দ্য সান’কে দেওয়া সাক্ষাৎকারে বুধবার জ়েলেনস্কি দাবি করেছেন পুতিনের শীঘ্রই মৃত্যু হবে! তিনি বলেন, ‘‘পুতিন শীঘ্রই মারা যাবেন এবং এটি সত্য।’’ পুতিন গুরুতর অসুস্থ বলে দাবি করলেও কোন ‘নির্ভরযোগ্য সূত্রে’ এই খবর কিভ পেয়েছে, সে বিষয়ে কিছু বলেননি ইউক্রেনের প্রেসিডেন্ট

৭২ বছরের পুতিনের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য জল্পনা নতুন নয়। কয়েক বছর ধরেই পুতিনের অসুস্থতা নিয়ে নানা খবর প্রকাশিত হয়েছে। কখনও দাবি করা হয়েছে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত। কখনও প্রকাশ্যে এসেছে মাথায় টিউমার, কিডনির সমস্যায় দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া, পার্কিনসন্সে আক্রান্ত হয়ে জিভে জড়তার কারণে বাক্‌শক্তি রহিত হওয়ার ‘খবর’। এমনকি, পুতিনের ক্যানসার হয়েছে বলেও প্রচার চলেছে পশ্চিমি কিছু সংবাদমাধ্যমে।

Advertisement

২০২৩ সালের ফেব্রুয়ারিতে একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের সেই ভিডিয়োয় দেখা গিয়েছিল, ঠিক ভাবে পা ফেলতে পারছেন না পুতিন। পায়ের উপর নিয়ন্ত্রণ নেই তাঁর। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো দেখে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন পুতিনের শারীরিক অবস্থা নিয়ে। যদিও ক্রেমলিনের তরফে বারে বারেই পুতিনের অসুস্থতা নিয়ে যাবতীয় ‘খবর’ খারিজ করা হয়েছে জোর গলায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement