আইএস-মুক্ত ইরাকের নিমরুত

মসুলের পর নিমরুত! ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি দমনে আরও এক ধাপ এগোল ইরাকি সেনা। আজ সেনাবাহিনীর জানিয়েছে, জঙ্গিগোষ্ঠীর হাত থেকে ইরাকের নিমরুত শহর পুনরুদ্ধার করল সেনা।

Advertisement

সংবাদ সংস্থা

বাগদাদ শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৬ ০২:৪১
Share:

মসুলের পর নিমরুত! ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি দমনে আরও এক ধাপ এগোল ইরাকি সেনা। আজ সেনাবাহিনীর জানিয়েছে, জঙ্গিগোষ্ঠীর হাত থেকে ইরাকের নিমরুত শহর পুনরুদ্ধার করল সেনা।

Advertisement

মসুল শহরের ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নিমরুত শহর। পশ্চিম এশিয়ার প্রাচীন নিদর্শন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। আসিরীয় সাম্রাজ্যের রাজধানী এই শহরে ঐতিহ্যবাহী প্রাসাদ ও স্তম্ভ রয়েছে। প্রত্নতত্ত্ববিদদের অন্যতম আকর্ষণের জায়গা ছিল এই শহর। কিন্তু নিমরুত আইএসের দখলে চলে যাওয়ার পরে ওই স্থাপত্যের অধিকাংশই গুঁড়িয়ে গিয়েছে।

গত বছর এপ্রিলে আইএস জঙ্গিরা ইন্টারনেটে একটি ভিডিও পোস্ট করেছিল। তাতে দেখা গিয়েছিল, নিমরুতের অতি প্রাচীন সব নিদর্শন গুঁড়িয়ে দিচ্ছে জঙ্গিরা। খোদাই করা পুরনো পাথরের দেওয়াল বড় বড় হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছে। এর পর ধ্বংসাবশেষের ভিতরে বিস্ফোরণ করে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে ওই সব নিদর্শন।

Advertisement

সিরিয়ার পালমাইরা, নিনেভ শহরে যে ভাবে ঐতিহ্যবাহী নিদর্শনগুলি ধ্বংস করেছে আইএস, ঠিক সে ভাবেই নিমরুদ শহরকেও গুঁড়িয়ে দিয়েছিল তারা। নিমরুতে আইএসের ধ্বংসলীলার কড়া নিন্দা করেছেন ইতিহাসবিদেরা।

তার পর কেটে গিয়েছে প্রায় দেড় বছর। আইএসের কবল থেকে মসুল, ফালুজার মতো শহর পুনরুদ্ধার করেছে ইরাকি সেনা। এ বার সেই তালিকায় জুড়ল নিমরুতের নামও।

পশ্চিম এশিয়ায় ক্রমশ জমি হারাচ্ছে আইএস। তাই ইউরোপ ও বাকি ইসলামি দুনিয়ায় সন্ত্রাস বজায় রাখতে এ বার মহিলাদের আত্মঘাতী জঙ্গি হিসেবে ব্যবহার করছে তারা। এত দিন মহিলাদের অভিযান ক্ষেত্র থেকে দূরে রাখতে আইএস। যেহেতু নিজেদের শক্ত ঘাঁটি হারাচ্ছে,
তাতে জঙ্গির সংখ্যাও কমছে। ফলে এ বার আত্মঘাতী জঙ্গি হিসেবে মহিলাদেরই ব্যবহার করছে আইএস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement