Charpai

Charpai: খাটিয়ার দাম ৪১ হাজার! ‘ভিনটেজ’ তকমা দিয়ে বিক্রি হচ্ছে নিউজিল্যান্ডে

সম্প্রতি নিউজিল্যান্ডের এক আসবাবের দোকান একটি বিজ্ঞাপন দিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়েলিংটন শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫২
Share:

এই সেই খাটিয়া। ছবি সৌজন্য অ্যানাবেল।

একটি খাটিয়ার দাম কত হতে পারে? মেরেকেটে তিন কি চার হাজার টাকা! কিন্তু কখনও কল্পনাও করেছেন, অতি সাধারণ সেই খাটিয়াই নিউজিল্যান্ডে বিক্রি হচ্ছে প্রায় দশ গুণ বেশি দামে অর্থাৎ ৪১ হাজার টাকায়।

সম্প্রতি নিউজিল্যান্ডের এক আসবাবের দোকান এমনই একটি বিজ্ঞাপন দিয়েছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, ভারতের অতি সাধারণ একটি আসবাব, নিউজিল্যান্ডে কেন তা এত দামে বিকোচ্ছে?

Advertisement

ওই দোকানটি খাটিয়ার যে বিজ্ঞাপন দিয়েছে, তার সঙ্গে শুধু একটি শব্দই জু়ড়ে দিয়েছে। যা সেই অতি সাধারণ আসবাবকে মহামূল্যবান করে তুলেছে। কী লেখা হয়েছে? খাটিয়ার আগে শুধু ‘ভিনটেজ’ শব্দটি জুড়ে দিয়েছে তারা। সঙ্গে আরও লিখেছে, পুরোটাই হাতে তৈরি, পুরনো এবং ভাল মানের। এই বর্ণনাই ভারতের খাটিয়াকে নিউজিল্যান্ডে অতি মূল্যবান করে তুলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement