Padma

Padma Bridge: চলন্ত গাড়ি থেকে তিন সেকেন্ডেই টোল আদায়! নয়া পদ্ধতি পদ্মা সেতুতে

শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সরকারের টাকাতেই এই সেতু তৈরি করা হয়েছে বলে দাবি।

Advertisement

সংবাদ সংস্থা

ঢাকা শেষ আপডেট: ২৪ জুন ২০২২ ১৮:২৪
Share:

ফাইল চিত্র।

রাত পোহালেই বাংলাদেশের ‘স্বপ্নের সেতু’র সূচনা হবে। বাংলাদেশের গরিমা কয়েক গুণ বাড়াতে ঢেলে সাজানো হয়েছে পদ্মা সেতুকে। এই সেতুর টোল আদায়ের জন্য করা হয়েছে অত্যাধুনিক ব্যবস্থা।

Advertisement

জানা গিয়েছে, পদ্মা সেতুর দুই প্রান্তে ইলেকট্রনিক্স টোল কালেকশন বুথ (ইটিসি) বসানো হয়েছে। যার মাধ্যমে মাত্র তিন সেকেন্ডেই স্বয়ংক্রিয় ভাবে চলন্ত গাড়ি থেকে টোল আদায় করা যাবে। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘ঢাকা ট্রিবিউন’ সূত্রে এমনটাই খবর।

প্রথম ধাপে সেতুর দুই প্রান্তে দুটি গেটে ইটিসি বুথ বসানো হবে। আগামী ছ’মাসের মধ্যে ধাপে ধাপে দুই প্রান্তের বাকি ১২টি গেটেও এই ব্যবস্থা চালু করা হবে। সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদ্ধতিতে টোল আদায়ের জন্য গাড়ির উইন্ডশিল্ডে বিশেষ ধরনের রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন কার্ড লাগাতে হবে। ফাস্ট ট্র্যাকের মাধ্যমে এই প্রিপেড কার্ড থেকে স্বয়ংক্রিয় ভাবে টোল কেটে নেবে ইটিসি বুথ।

Advertisement

উল্লেখ্য, শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ১০ হাজার কোটি বাংলাদেশি টাকার বিনিময়ে তৈরি করা এই পদ্মা সেতু বাংলাদেশের জাতীয় উৎপাদন (জিডিপি)-কে এক ধাক্কায় ১.২ শতাংশ বাড়িয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। এটি দ্বিতল সেতু। নীচের তলায় রেলপথে চলবে ট্রেন। সেতুর উপরে চার লেনের চওড়া রাস্তায় ছুটবে গাড়ি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement