মাইকেল।
বর্ণবিদ্বেষী মন্তব্যের জন্য পদত্যাগ করতে হল নিউ জার্সির এক কাউন্টির শেরিফকে। মাইকেল সডিনো নামে ওই পুলিশ কর্তার একটি অডিয়ো টেপ সম্প্রতি ফাঁস হয়। যেখানে তাঁকে কৃষ্ণাঙ্গ এবং এক শিখ অ্যাটর্নি সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য করতে শোনা গিয়েছে। তার পরই বিতর্কের ঝড় ওঠে। প্রথমে ক্ষমা চেয়েছিলেন শেরিফ। কিন্তু তাঁর পদত্যাগের দাবিতে চাপ ক্রমশ বাড়তে থাকে। শেষমেশ গত কাল ইস্তফা দিয়েছেন ওই পুলিশ কর্তা। বেরগেন কাউন্টির শেরিফের দফতর থেকেই ইস্তফার কথা ফেসবুকে ঘোষণা করা হয়েছে।
ঘটনা গত বৃহস্পতিবারের। নতুন গভর্নর ফিল মারফির একটি সংবর্ধনা অনুষ্ঠানে মাইকেলকে ওই বিদ্বেষমূলক কথাগুলো বলতে শোনা যায়। মারফি তাঁর বক্তৃতায় যে যে বিষয়ে কথা বলেছেন, তারই কিছু অংশ উদ্ধৃত করে প্রথমে আমেরিকায় বসবাসকারী কৃষ্ণাঙ্গদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন মাইকেল। তার পর তাঁকে বলতে শোনা যায়, শিখ অ্যাটর্নি গুরবীর গ্রেবালের ধর্ম নিয়ে বিদ্বেষমূলক কথা বলতে। মাইকেল বলেছেন, ‘‘বেরগেন কাউন্টির অ্যাটর্নি হওয়ার যোগ্যতাই নেই গ্রেবালের। তিনি ওটা হতে পেরেছেন কারণ তাঁর পাগড়ি রয়েছে তাই।’’ এই অডিয়ো প্রকাশ্যে আসতেই গভর্নর মারফি জানান, এই ধরনের মন্তব্যের পর কারও পদে থাকা উচিত নয়।