Uttar Pradesh Murder

জমি নিয়ে বিবাদ, উত্তরপ্রদেশে কিশোরকে খুন দুষ্কৃতীদের, পুত্রের কাটা মাথা কোলে নিয়ে রাস্তায় বসে রইলেন মা!

পুলিশ সূত্রে খবর, একটি জমি নিয়ে কিশোরের বাবা রামজিৎ যাদবের সঙ্গে দীর্ঘ ৪০ বছর ধরে বিবাদ চলছিল অন্য একটি পরিবারের। বুধবার সেই ঝামেলা চরমে ওঠে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৬:৪৩
Share:

নিহত কিশোর অনুরাগ যাদব। ছবি: সংগৃহীত।

জমি নিয়ে বিবাবেদ জেরে এক কিশোরকে খুন করল দুষ্কৃতীরা। তরোয়াল দিয়ে ধড় থেকে কিশোরের মাথা আলাদা করে দেয় তারা। তার পর দুষ্কৃতীরা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কিশোরের মা। রাস্তায় কিশোরের দেহ পড়ে ছিল। ধড় এক দিকে, কাটা মাথা অন্য দিকে। পথচারীরা এই দৃশ্য দেখে শিউরে উঠেছিলেন। পুত্রকে এ রকম অবস্থায় দেখে বিশ্বাসই করতে পারছিলেন না যে তার মৃত্যু হয়েছে। শোকে বিহ্বল মহিলা পুত্রের কাটা মাথা কোলে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে রইলেন। বুধবার ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুরে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, একটি জমি নিয়ে কিশোরের বাবা রামজিৎ যাদবের সঙ্গে দীর্ঘ ৪০ বছর ধরে বিবাদ চলছিল অন্য একটি পরিবারের। বুধবার সেই ঝামেলা চরমে ওঠে। অভিযোগ, বুধবার দুপুরে রাস্তা দিয়ে আসছিল বছর সতেরোর অনুরাগ। সেই সময় এক দল দুষ্কৃতী তাকে তাড়া করে। অনুরাগ পালানোর চেষ্টা করে। কিন্তু বেশি দূর এগোতে পারেনি। দুষ্কৃতীদের হাতে ধরা পড়ে যায় সে। অভিযোগ, তার পরই দুষ্কৃতীরা তরোয়াল দিয়ে অনুরাগের মাথা কেটে ফেলে। তার পর তারা পালিয়ে যায়। রাস্তায় এমন দৃশ্য দেখে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরাই পুলিশে খবর দেন। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তত ক্ষণে খবর পেয়েছিল অনুরাগের পরিবার। তার মা এসে দেখেন পুত্রের ধড় এবং মাথা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। পুত্রের কাটা মাথা কোলে নিয়ে বসে পড়েন।

জৌনপুরের পুলিশ সুপার অজয় পাল শর্মা জানিয়েছেন, অনুরাগের বাবার সঙ্গে ৪০-৪৫ বছর ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই কিশোরকে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। এই ঘটনায় কয়েক জন অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement