মলদ্বীপের প্রাক্তন ভাইস প্রেসিডেন্টকে ফেরত

রাজনৈতিক আশ্রয়ের জন্য বৈধ কাগজপত্র ছাড়াই ভার্গো ৯ নামে একটি ভেসেলে চড়ে বৃহস্পতিবার সকালে তামিলনাড়ুর তুতিকোরিন সংলগ্ন অঞ্চল দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন আহমেদ।

Advertisement

সংবাদ সংস্থা

তুতিকোরিন শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৯ ০০:৪১
Share:

মলদ্বীপের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিব। ছবি: এপি।

মলদ্বীপের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে শনিবার ফেরানোর সিদ্ধান্ত নিল নয়াদিল্লি।

Advertisement

রাজনৈতিক আশ্রয়ের জন্য বৈধ কাগজপত্র ছাড়াই ভার্গো ৯ নামে একটি ভেসেলে চড়ে বৃহস্পতিবার সকালে তামিলনাড়ুর তুতিকোরিন সংলগ্ন অঞ্চল দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন আহমেদ। দুর্নীতি মামলায় বিচারাধীন আহমেদের বিরুদ্ধে বর্তমানে গৃহবন্দিত্বের নির্দেশ জারি রয়েছে মলদ্বীপে। তবে আহমেদের দাবি, প্রাণহানির আশঙ্কাতেই তড়িঘড়ি দেশ ছাড়েন তিনি।

বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছিলেন, নির্দিষ্ট প্রবেশপথ এড়িয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন আহমেদ। তুতিকোরিনের এক পুলিশ জানিয়েছেন, আহমেদকে হেফাজতে নিয়েছে উপকূলরক্ষী বাহিনী। আহমেদকে ফেরাতে মলদ্বীপকে ভেসেল পাঠানোরও অনুরোধ করা হতে পারে ভারতের তরফে। ২০১৫ সালে দেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন আহমেদ। অবশ্য তৎকালীন প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনের উপর হামলায় যুক্ত থাকার অভিযোগে সেই বছরেই পদ খোয়ানোর পাশাপাশি গ্রেফতারও হন তিনি। তাঁকে রাজনৈতিক আশ্রয় দিলে তার প্রভাব পড়ত ভারত-মলদ্বীপ সম্পর্কে। আহমেদকে ফেরানোর সিদ্ধান্তে মলদ্বীপের সঙ্গে সখ্য অটুট রাখল দিল্লি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement