লেবাননে পেজার হামলা। ছবি: সংগৃহীত।
লেবাননে পেজার হামলার অনুমতি দিয়েছিলেন বলে জানালেন ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
সেপ্টেম্বরে লেবাননে পেজারে বিস্ফোরণ ঘটে নিহত হয় ইরানের মদতে পুষ্ট হিজ়বুল্লার ৪০ জন সদস্য। আহত হন ৩ হাজার জন। তখনই ইজ়রায়েলের দিকে আঙুল তুলেছিল হিজ়বুল্লা-সহ বিভিন্ন শিবির।
আজ নেতানিয়াহুর দফতরের মুখপাত্র ওমের দোস্ত্রি বলেন, ‘‘নেতানিয়াহু আজ জানিয়েছেন তিনি পেজারকে নিশানা করে অপারেশন অনুমোদন করেছিলেন।’’ চলতি সপ্তাহে এ নিয়ে রাষ্ট্রপুঞ্জে ইজ়রায়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে লেবানন। তাদের দাবি, এটা মানবতার বিরুদ্ধে হামলা।
অন্য দিকে ইজ়রায়েলের হামলায় উত্তর গাজ়ায় ৯ মহিলা-সহ ১৭ জন নিহত হয়েছেন বলে দাবি। গাজ়ার একটি হাসপাতালের তরফে জানানো হয়েছে, ইজ়রায়েল ওই এলাকার একটি বাড়িতে হামলা চালিয়েছিল। সেখান ১৭টি দেহ
হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, জ়াবালিয়ার শরণার্থী শিবিরে থাকা একটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইজ়রায়েল। যদিও ইজ়রায়েলের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।