রাশিয়া-ইউক্রেনের সঙ্ঘাতে আহত রুশ সেনার সংখ্যা ৪৫ হাজারের কাছাকাছি। ফাইল চিত্র ।
রাশিয়া-ইউক্রেনের সঙ্ঘাতের কারণে কমপক্ষে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। পাশাপাশি আহতের সংখ্যাও ৪৫ হাজারের কাছাকাছি। এমনটাই দাবি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র। সংস্থার ডিরেক্টর উইলিয়াম বার্নস আরও জানিয়েছেন, কিভের উপর মস্কোর আগ্রাসনের মুখে পড়ে ইউক্রেনও যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছে।
তিনি বলেন, ‘‘আমেরিকার বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, রাশিয়ার প্রায় ১৫ হাজার সেনা নিহত হয়েছে। আহতের সংখ্যা এর প্রায় তিনগুণ হতে পারে। কলোরাডোর অ্যাস্পেন সিকিউরিটি ফোরামে তিনি এই কথা জানিয়েছেন।
বার্নস দাবি করেছেন, ইউক্রেনের প্রচুর ক্ষতি হলেও তা রাশিয়ার ক্ষতির তুলনায় কিছুটা কম।
প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সঙ্ঘাতে এই মাসের শুরুর দিকে হামলার রোষ কিছুটা কমেছিল। তবে সংক্ষিপ্ত বিরতি কাটিয়ে ইউক্রেনে ফের ভয়াবহ গোলাবর্ষণ শুরু করেছে রাশিয়া। ডনবাস দখল ক্রেমলিনের মূল লক্ষ্য হলেও নিশানায় রয়েছে বহু শহর। রুশ প্রতিরক্ষা মন্ত্রক সোশ্যাল মিডিয়ায় স্পষ্টই ইঙ্গিত দিয়েছে, হামলার গতি বাড়ানোর নির্দেশ এসেছে উপরমহল থেকে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।