Narendra Modi

মোদী তৎপর জি-২০ করোনা বৈঠক নিয়ে

সৌদি আরবের  বক্তব্য, সংশ্লিষ্ট দেশগুলির বিদেশমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে এই ভিডিয়ো সম্মেলন করার কথা ভাবা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ মার্চ ২০২০ ০৪:১৬
Share:

ছবি পিটিআই।

সার্কভুক্ত রাষ্ট্রগুলির সঙ্গে বৈঠকের পর এ বার জি-২০ নেতাদের সঙ্গে নোভেল করোনাভাইরাস প্রতিহত করার কৌশল নিয়ে ভিডিয়ো বৈঠকের জন্য উদ্যোগী হয়েছে মোদী সরকার। বিষয়টি নিয়ে সম্প্রতি সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে জি-২০-র নেতৃত্ব রয়েছে সৌদি আরবের হাতে।

Advertisement

মোদীর সঙ্গে বৈঠকের পর সৌদি সরকারের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘রিয়াধের পক্ষ থেকে জি-২০-র অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এই বিপর্যয় ঠেকাতে একজোট হয়ে কোনও কৌশল রচনা করা যায় কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’’ সৌদি আরবের বক্তব্য, সংশ্লিষ্ট দেশগুলির বিদেশমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে এই ভিডিয়ো সম্মেলন করার কথা ভাবা হচ্ছে। আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, জাপান-সহ বিশ্বের বৃহৎ অর্থনৈতিক শক্তিধর দেশগুলি রয়েছে জি-২০-তে। করোনার অতিমারিতে আন্তর্জাতিক অর্থনীতিতে যে সঙ্কট তৈরি হয়েছে তা নিরসনের দিকটি গুরুত্ব পাবে আসন্ন ওই বৈঠকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement