সম্প্রতি মোদী জার্মানিতে পদার্পণ করার পর সেই ছবি প্রকাশ্যে এসেছে। ছবি: সংগৃহীত
সম্রাট শার্লেম্যানের মূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছেন নরেন্দ্র মোদী। ১৯৯৩ সালে তোলা এই ছবি সম্প্রতি নেটমাধ্যমে বিপুল পরিমাণে ছড়িয়ে পড়েছে। আজ থেকে প্রায় ৩০ বছর আগে আমেরিকা থেকে ভারতে ফিরে আসার সময় জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে সাময়িক ভাবে থেমেছিলেন নরেন্দ্র মোদী। তখনও তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী হননি। বিজেপির কর্মী ছিলেন তিনি।
চার্লস দ্য গ্রেট বা শার্লেম্যান (৭৪২-৮১৪ খ্রিস্টাব্দ) এক ফ্রাঙ্ক গোষ্ঠীপতি থেকে পবিত্র রোমান সাম্রাজ্যের অধিপতি হয়েছিলেন। মোদির দিক থেকে দেখলে, একজন সাধারণ রাজনৈতিক কর্মী থেকে ভারতের প্রধানমন্ত্রী হয়ে ওঠার কাহিনি তখনও ভবিষ্যতের গর্ভে। কিন্তু শার্লেম্যানের মূর্তির সামনে তাঁর উপস্থিতির এই ছবি যেন অনেক কথাই বলে উঠল।
সম্প্রতি মোদী জার্মানিতে পদার্পণ করার পর সেই ছবি প্রকাশ্যে এসেছে। বর্তমানে মোদী জার্মানিতেই রয়েছেন। এখনকার তোলা ছবির সঙ্গে ৩০ বছর আগের ছবিটি পাশাপাশি রেখে ‘তখন ও এখন’ (দেন অ্যান্ড নাউ) ট্রেন্ডে তুলনা চলছে।