Viral News

প্রার্থনারমঞ্চে মিলন! অন্য রকম আদরের দৃশ্য হোয়াটসঅ্যাপে ছড়াতেই সমালোচনা

জনসমক্ষে প্রাপ্তবয়স্কদের ভিডিয়ো রেকর্ড করা আইনত দণ্ডনীয়। ভিডিয়োর যুগলের বিরুদ্ধে পুলিশ এই আইনেই মামলা করেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২১ ১৯:০৫
Share:

বিতর্কের কেন্দ্রে যে চার্চ। ফাইল চিত্র।

নির্জনতার অভাব বোধ করছিলেন এক মিলনপিপাসু প্রেমিক-প্রেমিকা। একান্ত আলাপের জন্য শেষমেশ বেছে নিয়েছিলেন গির্জাকে। প্রার্থনামঞ্চের উপরে চলছিল তাঁদের বিশেষ ধরনের আদরের পর্ব। সেই ভিডিয়ো হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়তেই বিপত্তি। আপাতত দু’জনকেই পুলিশ খুঁজছে।

Advertisement

বেলজিয়ামের সিটি অফ ব্রি-র মিসিয়েলস্কার্ক গির্জার ঘটনা। গির্জার ভিতরের যে ভিডিয়োটি হোয়াটসঅ্যাপে ছড়িয়েছে, তাতে সম্পূর্ণ নগ্ন অবস্থায় বিশেষ ভঙ্গিতে দেখা গিয়েছে এক মহিলাকে। যদিও তাঁর সঙ্গীর কেবল একটি হাতই দৃশ্যমান। এক হাতেই সঙ্গিনীর কোমরে হাত রাখেন তিনি। ছোট্ট এই দৃশ্যটির পরবর্তী অংশ অনুমান করে নিতে অসুবিধা হয়নি কারও। তবে এখন প্রশ্ন উঠেছে ভিডিয়োটি ভুল করে ছড়িয়েছে, নাকি ইচ্ছে করেই ছড়িয়ে দেওয়া হয়েছে।

ভিডিয়ো ফুটেজের একটি দৃশ্যে প্রার্থনা মঞ্চ দৃশ্যমান। ছবি: সংগৃহীত

জনসমক্ষে প্রাপ্তবয়স্কদের ভিডিয়ো রেকর্ড করা আইনত দণ্ডনীয়। ভিডিয়োর যুগলের বিরুদ্ধে পুলিশ এই আইনেই মামলা করেছে। যদিও ওই দু’জনের পরিচয় এখনও জানা যায়নি।

Advertisement

গির্জাটির তরফে জানানো হয়েছে, গত ২৭ অক্টোবর ছুটি ছিল গির্জার অধিকাংশ কর্মীর। তাঁদের অনুমান, ঘটনাটি সম্ভবত সে দিনই ঘটে। তবে গির্জার ভিতরে দুই নারীপুরুষের মিলনদৃশ্য হোয়াটসঅ্যাপ থেকে টিভিতে চ্যানেলে চ্যানেলে ছড়িয়ে পড়ায় বিব্রত চার্চ কর্তৃপক্ষ। গির্জার মুখপাত্র বলেছেন, ঘটনাটি শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement