Israel-Hamas Conflict

প্যালেস্তিনীয় বংশোদ্ভূত শিশুকে ২৬ বার কুপিয়ে খুন আমেরিকায়! নিন্দা জানিয়ে বিবৃতি বাইডেনের

শিশুটিকে কোপাতে শুরু করার পর, মহিলা কোনও রকমে পুলিশের আপৎকালীন নম্বরে ফোন করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ ১০:৩৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ইজ়রায়েল-হামাস সংঘাতের প্রভাব পড়ল আমেরিকায়। সে দেশে প্যালেস্তিনীয় বংশোদ্ভূত ছ’বছরের এক শিশুকে ২৬ বার কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ৭১ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্তের হাতে ছুরিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলাও। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ওই মহিলা নিহত শিশুটির মা। এই ঘটনার নিন্দা করে বিবৃতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, “দেশে হিংসার কোনও স্থান নেই। এই ধরনের ঘটনা আমাদের মৌলিক মূল্যবোধের বিরোধী।”

Advertisement

আমেরিকার ইলিনয় প্রদেশের শেরিফ অফিসের তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে জানা গিয়েছে, অভিযুক্ত বৃদ্ধের বাড়িতে নিহত শিশুটিকে নিয়ে ভাড়া থাকতেন আহত মহিলা। প্রাথমিক তদন্তের পর মূল অভিযুক্ত, ৭১ বছর বয়সি জোসেফ জ়ুবা এবং তাঁর এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে শিকাগো শহরের ৬৪ কিলোমিটার পশ্চিমে একটি জায়গায় এই হত্যাকাণ্ডটি ঘটে।

শিশুটিকে কোপাতে শুরু করার পর, মহিলা কোনও রকমে পুলিশের আপৎকালীন নম্বরে ফোন করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ আধিকারিকেরা দেখেন, একটি চেয়ারে বসে রয়েছেন খুনে অভিযুক্ত বৃদ্ধ। তাঁকে গ্রেফতার করা হয়। মহিলার অভিযোগ, তাঁর এবং ওই শিশুর ধর্মীয় পরিচয়ের কথা উল্লেখ করে অভিযুক্ত বলেন, “তোমাদের মরাই উচিত।” ঘটনার বীভৎসতার উল্লেখ করে পুলিশ জানায়, ময়নাতদন্তে শিশুটির গোপনাঙ্গ থেকে সাত ইঞ্চির একটি ব্লেড উদ্ধার করেছেন চিকিৎসকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement