প্রতীকী ছবি
ভারতীয় বংশোদ্ভূত এক মহিলার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠল তাঁর নিজের ছেলের বিরুদ্ধেই। ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরশাহির শারজার মুওয়াইলেহ এলাকায়।
মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমে খবরটি প্রকাশ পেয়েছে। শারজা পুলিশ জানিয়েছে, শুক্রবার বছর তিরিশের ওই মহিলার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় তাঁর ১৭ বছরের ছেলে। পরিবার সূত্রের খবর, দুর্ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই মহিলাকে আল কাসিমি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের তরফেই পুলিশে খবর দেওয়া হয়। তদন্তকারীরা ঘটনাস্থল খতিয়ে দেখে জানতে পেরেছেন, ছেলেটির গাড়ি চালানোর লাইসেন্স ছিল না। গাড়ি চালানো শিখছিল সে। এ মাসের শেষেই আঠারোয় পা দেওয়ার কথা ছিল দ্বাদশ শ্রেণির ওই ছাত্রের।
পুলিশ জানায়, আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা ওই পরিবার। পাঁচ ভাই-বোনের মধ্যে সব চেয়ে বড় অভিযুক্ত ওই কিশোর। পরিবার সূত্রের দাবি, ওই দিন গাড়িটি পার্ক করার চেষ্টা করছিল ওই কিশোর। সে সময় কোনও ভাবে ব্রেক খারাপ হয়ে যায়। পাশেই দাঁড়িয়েছিলেন তাঁর মা। সে সময়েই দুর্ঘটনাটি ঘটে। অভিযুক্ত কিশোরকে হেফাজতে নিয়েছে শারজা পুলিশ।