ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি দাবি করেছেন, সোলেদারে এখনও জোর লড়াই চলছে এবং সমানে প্রতিরোধ করে যাচ্ছে তাঁর বাহিনী। ফাইল ছবি।
পূর্ব ইউক্রেনের সোলেদার শহর দখল করেছে তারা, শুক্রবার এই দাবি করল রাশিয়া। তবে রুশ সেনা নয়, মস্কো জানিয়েছে, এই ‘জয়ের’ নেপথ্যে রয়েছে মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ওয়াগনার। তারাই ইউক্রেনীয় সেনাদের হাত থেকে শহরটি ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। যদিও রাশিয়ার এই দাবি অস্বীকার করেছে ইউক্রেন।
পূর্ব ইউক্রেনের ডনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চল মিলে যে এলাকাটি, তার নাম ডনবাস। গত বছর ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগে এই ডনবাসকে ‘স্বাধীন অঞ্চল’-এর স্বীকৃতি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পরে যুদ্ধ চলাকালীন সেপ্টেম্বর মাসে গণভোট করিয়ে রাশিয়া দাবি করে, ইউক্রেনের ওই অঞ্চলকে এ বার রাশিয়ার সঙ্গে সংযুক্ত করা হবে। এই এলাকার মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ওয়াগনার গত কয়েক মাস ধরে পার্শ্ববর্তী এলাকায় ইউক্রেন সেনার সঙ্গে যুদ্ধ চালাচ্ছে। সেই সংঘর্ষের নেতৃত্ব দিচ্ছেন ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন, যিনি আবার পুতিনের ঘনিষ্ঠ বন্ধুও বটে। তাঁর নেতৃত্বেই ওয়াগনার বাহিনী এ বার বড়সড় সাফল্য পেয়েছে এবং এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর সোলেদার দখল করে নিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। বিশাল সংখ্যক সাধারণ ইউক্রেনীয় নাগরিক তাদের হাতে বন্দি বলেও জানিয়েছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আইগর কোনাশেনকভ এক বিবৃতি জারি করে বলেন, ‘‘১২ জানুয়ারি সন্ধেবেলা মুক্ত হয়েছে সোলেদার।’’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি অবশ্য দাবি করেছেন, সোলেদারে এখনও জোর লড়াই চলছে এবং সমানে প্রতিরোধ করে যাচ্ছে তাঁর বাহিনী। এখনও এই খনি শহর বিচ্ছিন্নতাবাদীদের আয়ত্তে আসেনি। তবে এই শহরে প্রায় ৫০০ জন নারী ও শিশু যে এখন বিচ্ছিন্নতাবাদীদের কবলে রয়েছেন, তা মেনে নিয়েছেন জ়েলেনস্কি।
গত বছরের শেষে দক্ষিণ ইউক্রেনের খেরসন হাতছাড়া হওয়ার পরে রুশ সংখ্যাগরিষ্ঠ ডনবাসের পুরো এলাকা নিয়ন্ত্রণে মরিয়া অভিযান শুরু করেছিল পুতিন বাহিনী।
এ দিকে যুদ্ধ-বিধ্বস্ত পূর্ব ইউক্রেনে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই ব্রিটিশ স্বেচ্ছাসেবক। আজ বিচ্ছিন্নতাবাদী দলের নেতা প্রিগোজিন জানিয়েছেন, তাঁদের মধ্যে এক জনের দেহ উদ্ধার হয়েছে। তবে তিনি কে, তা এখনও শনাক্ত করা যায়নি। অ্যান্ড্রু ব্যাগশ ও ক্রিস্টোফার পেরি নামের এই দুই স্বেচ্ছাসেবক ৬ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। ত্রাণ সরবরাহের কাজ করতেন তাঁরা।