Stonehenge

স্টোনহেঞ্জের কাছেই আরও থাম বৃত্তাকারে 

মনে করা হচ্ছে এগুলি ৪৫০০ বছরের পুরনো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুন ২০২০ ০৫:২৪
Share:

ফাইল চিত্র

ব্রিটেনের উইল্টশায়ারে স্টোনহেঞ্জ তথা বৃত্তাকারে সাজানো পাথরের স্তম্ভগুলি এখনও রহস্যে মোড়া। ৩০০০ থেকে ২০০০ খ্রিস্টপূর্বাব্দে কী উদ্দেশ্যে এগুলি তৈরি করা হয়েছিল, তা নিয়ে এখনও একমত হতে পারেননি বিশেষজ্ঞেরা। সেই স্টোনহেঞ্জ থেকে ২ কিলোমিটার দূরে বৃত্তাকারে সাজানো সারি সারি আরও পাথরের থাম খুঁজে পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে এগুলি ৪৫০০ বছরের পুরনো। সে যুগের কোনও বসতির চার দিকে দু’কিলোমিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছিল থামের এই বৃত্ত। প্রতিটি থাম ৩৩ ফুট চওড়া। গভীরতা ৫ মিটার। নির্মাণের বিশালতা দেখে বিস্মিত পুরাতত্ত্ব বিশেষজ্ঞেরা। নিয়োলিথিক যুগে মানুষ তাঁর বিশ্বাসের বা আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে এত বড় মাপের নির্মাণ করে থাকতে পারে, তা ছিল ধারণার বাইরে। অনুসন্ধানকারী দলটির অন্যতম সদস্য ভিনসেন্ট গাফনি জানাচ্ছেন, “খোঁড়াখুঁড়ি করতে হয়নি। রিমোট সেন্সিং যন্ত্রেই ধরা পড়েছে এগুলির অস্তিত্ব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement