Money Heist

Money Heist: বাস্তব জীবনের ‘মানি হেইস্ট’? ব্রাজিলের ডাকাত দল যেন উঠে এসেছে সিনেমার পর্দা থেকে

সাও পাওলো থেকে ২৯০ কিলোমিটার দূরে একটি ব্যাঙ্কে হঠাৎই রবিবার মধ্যরাতে হানা দেয় ২০ জনের একটি ডাকাত দল।

Advertisement

সংবাদ সংস্থা

সাও পাওলো শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২১ ১৩:১২
Share:

ছবি: সংগৃহীত

ব্যাঙ্ক ডাকাতি। ঠিক যেমন সিনেমার পর্দায় দেখা যায়। ৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘মানি হেইস্ট-এর নতুন সিজন, তার আগে একেবারে ছবির পর্দায় দেখানো কায়দায় ব্যাঙ্ক ডাকাতি হয়ে গেল ব্রাজিলে। মানুষকে ঢাল হিসাবে ব্যবহার করে ২০ জন ডাকাতের দল কার্যত তাণ্ডব চালিয়ে লুঠ করে পালাল ব্যাঙ্ক। মানুষকে গাড়ির ছাদে, সামনে বেঁধে এমন করে নিয়ে যাওয়া হল, যাতে কেউ কোনও রকম হামলা না করতে পারে।

Advertisement

সাও পাওলো থেকে ২৯০ কিলোমিটার দূরে একটি ব্যাঙ্কে হঠাৎই রবিবার মধ্যরাতে হানা দেয় ২০ জনের একটি ডাকাত দল। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত এই দল আশেপাশের তিনটি ব্যাঙ্কে ডাকাতি করে বলে খবর। শুধু তাই নয়, ডাকাত দল স্থানীয় থানাতেও হামলা চালায়। বিভিন্ন বাতিল গাড়ি নিয়ে এসে দাঁড় করিয়ে দেয় রাস্তায়।

Advertisement

নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ডাকাতির সময় তোলা বিভিন্ন ভিডিয়ো ফুটেজ। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, কী ভাবে গাড়ির ছাদে, সামনে বেঁধে রাখা হয়েছে সাধারণ মানুষকে। আরও একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে এই একই অবস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement