Kabul Airport

Afghan Crisis: কাবুল বিমানবন্দর ছাড়ার আগে ৭৩টি কপ্টার নিষ্ক্রিয় করল আমেরিকার সেনা

কাবুল বিমানবন্দর নিজেদের দখলে নিয়ে নাগরিকদের উদ্ধারকাজ চালাচ্ছিল আমেরিকার সেনা। সোমবার গভীর রাতেই কাবুল বিমানবন্দর ছাড়ে তারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২১ ১১:১১
Share:

কাবুল ছাড়ছে আমেরিকা বাহিনী। ছবি সৌজন্য টুইটার।

‘ভুলের’র পুনরাবৃত্তি করতে চায়নি। তাই আফগানভূম ছাড়ার আগে কাবুল বিমানবন্দরে তাদের হেলিকপ্টার এবং বিমানগুলিকে নিষ্ক্রিয় করে দিয়ে গিয়েছে আমেরিকা বাহিনী।

সেন্ট্রাল কম্যান্ড হেড জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানিয়েছেন, হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের ৭৩টি সেনা কপ্টার এবং বিমানকে অকেজো করে দেওয়া হয়েছে। তাঁর কথায়, “ওই বিমান এবং কপ্টারগুলি আর ওড়ার মতো অবস্থায় নেই। কোনও ভাবেই সেগুলিকে ফের চালু করা যাবে না।”

Advertisement

কাবুল বিমানবন্দর নিজেদের দখলে নিয়ে নাগরিকদের উদ্ধারকাজ চালাচ্ছিল আমেরিকার সেনা। কিন্তু তার মধ্যেই তালিবান হুঁশিয়ারি দেয়, ৩১ অগস্টের মধ্যেই উদ্ধারকাজের পাট চুকিয়ে আফগানিস্তান ছাড়তে হবে আমেরিকার বাহিনীকে। সোমবার গভীর রাতেই কাবুল বিমানবন্দর ছাড়ে আমেরিকা।

আফগানিস্তানের এক একটি অঞ্চল যখন দখল করছিল তালিবান, সে সময় আফগান বাহিনীকে দেওয়া আমেরিকার অত্যাধুনিক অস্ত্র, সাঁজোয়া গাড়ি-সহ বিপুল অস্ত্রভাণ্ডার তালিবানের দখলে চলে যায়। এই বিপুল পরিমাণ অস্ত্র তালিবানের হাতে আসায় উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক মহল। কিন্তু সেই ‘ভুলের’ পুনরাবৃত্তি যাতে না হয়, তাই এ বার পাকাপাকি ভাবে আফগানিস্তান ছাড়ার আগে কাবুল বিমানবন্দরে ৭৩টি সেনা কপ্টার এবং বিমান নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে বলে দাবি করল আমেরিকার সেনা। যদিও তালিবানের দাবি, তারা ওই বিমান ও কপ্টার ব্যবহার করতে পারবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement