Crime

ছুরি দিয়ে কুপিয়ে প্রেমিককে খুন মডেলের! হত্যার আগে যুবকের গায়ের রং নিয়ে গালিগালাজ!

অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করা হয়েছে। তিনি দাবি করেছেন, আত্মরক্ষার্থে এই কাজ করেছেন। তরুণীর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২২ ১৯:১৩
Share:

তখন ছিল সুখের সময়। হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ওই যুগল। ছবি ইনস্টাগ্রাম।

মডেলের সঙ্গে এক কৃষ্ণাঙ্গ যুবকের প্রেমপর্ব চলছিল। কিন্তু যত না ভালবাসা ছিল, তার থেকে বেশি বিদ্বেষ ছিল। আর এর জেরেই নিজের প্রেমিকার হাতে খুন হতে হয়েছে ওই যুবককে। ঘটনাটি ঘটেছে ফ্লোরিডার মিয়ামিতে। বর্তমানে হেফাজতে রয়েছেন ওই মডেল।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, চলতি বছরের ৩ এপ্রিল মিয়ামির বাড়িতে ২৬ বছর বয়সি মডেল কোর্টনি ক্লেনির সঙ্গে তাঁর প্রেমিক ক্রিশ্চিয়ান ওবুমসেলির তুমুল ঝগড়া বাধে। গোলমালের পরিণতি হয় ভয়ঙ্কর।

অভিযোগ, ছুরি দিয়ে যুবকের বুকে কোপান তরুণী। প্রেমিককে কোপানোর পর নিজেই পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করেন তরুণী। তার পর কাঁদতে কাঁদতে বলেন, তাঁর প্রেমিককে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তবে সেই কাণ্ড যে তিনি নিজেই করেছেন সে কথা উল্লেখ করেননি ওই তরুণী।

Advertisement

পরে ওই তরুণী দাবি করেছেন, ছুরি নিয়ে প্রেমিকই তাঁর উপর হামলা চালাতে গিয়েছিলেন। আত্মরক্ষার্থে তিনি এই কাজ করেছেন। অন্য দিকে, সম্প্রতি এই ঘটনার প্রমাণ হিসাবে কিছু অডিয়ো ক্লিপ প্রকাশ্যে এসেছে। যেগুলি গোপনে প্রেমিকার সঙ্গে তাঁর কথোপকথন রেকর্ড করেছিলেন ওই যুবক।

ওই অডিয়ো ক্লিপে দেখা গিয়েছে, যুবককে গালিগালাজ করছেন তরুণী। শুধু তাই নয়, প্রেমিকের গায়ের রং নিয়েও কু-মন্তব্য করেন ওই তরুণী। একটি অডিয়ো ক্লিপে শোনা গিয়েছে, অন্য এক বান্ধবীকে ‘হ্যালো’ বলেছিলেন ওই যুবক। আর তা নিয়েই তাঁদের মধ্যে গোলমাল হয়। সে জন্য প্রেমিকার কাছে ক্ষমা চান যুবক। বর্তমানে খুনের মামলা রুজু করা হয়েছে ওই তরুণীর বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement