Viral

জঙ্গলে আচমকা মহিলার মাথায় ঘুষি, রক্তারক্তি কাণ্ড, হামলাকারীকে জানলে চমকাবেন!

কে এই হামলাকারী? নিশ্চয়ই কোনও জন্তু হবে! কিন্তু সে আবার উড়বে কী ভাবে? তা হলে কোনও পতঙ্গ? জানলে অবাক হবেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২২ ১৭:৪২
Share:

মহিলার মাথায় ৫-৬টা ক্ষতচিহ্ন রয়েছে। প্রতীকী ছবি।

চারদিকে ঘন জঙ্গল। তার মধ্যেই হাঁটতে বেরিয়েছিলেন এক মহিলা। আচমকা বুঝলেন, তাঁর মাথার পিছন দিকে কেউ যেন ঘুষি মারল। কয়েক সেকেন্ডে এই অভিঘাত বুঝে মহিলার মনে হল, হামলাকারীর আঙুলে আংটি ছিল। কিন্তু পরক্ষণেই তাঁর ভুল ভাঙল। দেখলেন, এ যে সে হামলাকারী নয়!

Advertisement

আচমকা হামলায় স্বাভাবিক ভাবেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন ওই মহিলা। তত ক্ষণে তাঁর মাথা থেকে টপ টপ করে রক্ত পড়ছে। এই অবস্থায় কাউকে একটা উড়ে যেতে দেখলেন চোখের নিমেষে।

পেঁচার আক্রমণের জেরে ওই পথে আর হাঁটেন না ওই মহিলা। ফাইল চিত্র।

কে এই হামলাকারী? নিশ্চয়ই কোনও জন্তু হবে! কিন্তু সে আবার উড়বে কী ভাবে? তা হলে কোনও পতঙ্গ? আসলে গভীর জঙ্গলে ওই হামলাকারী হল একটি সাদা রঙের পেঁচা। তারই আক্রমণে রক্তারক্তি কাণ্ড ঘটেছে।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই মহিলার নাম কার্স্টেন ম্যাথিসেন। তিনি আমেরিকার ওয়াশিংটনের হ্যান্সভিলের বাসিন্দা। পেঁচার আক্রমণে তাঁর মাথায় ৫-৬টি ক্ষতচিহ্ন হয়েছে। সম্প্রতি আমেরিকার এক সংবাদমাধ্যমে সেই হামলার বিবরণের কথা জানিয়েছেন ওই মহিলা।

তবে এই ঘটনার পর হাঁটতে বেরোনোর পথ বদলেছেন ওই মহিলা। ভবিষ্যতে যাতে আর পেঁচার আক্রমণের শিকার তাঁকে না হতে হয়, সে জন্য ছাতা ব্যবহার করছেন এখন। আর না হলে মাথায় টুপি পরে বেরোচ্ছেন। তবে ঠিক কোন জঙ্গলে এই ঘটনা ঘটেছে বা কবে ঘটেছে, তা জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement