বেছে নিতে বলছি না, দাবি পম্পেয়োর

চিন-আমেরিকা বাণিজ্যযুদ্ধ চলছে দীর্ঘদিন ধরে। তাতে এশিয়ার অর্থনীতিতে যথেষ্টই প্রভাব পড়েছে। তা ছাড়া দক্ষিণ চিন সাগর নিয়েও দু’দেশের টানাপড়েন চলছে।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৯ ০৩:৪৮
Share:

ব্যাঙ্ককে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়ো।—ছবি রয়টার্স।

আমেরিকা ও চিনের মধ্যে কোনও একটি দেশকে বেছে নেওয়ার কথা বলছেন না তাঁরা, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর উদ্দেশে আজ এই বার্তা দিয়ে আশ্বস্ত করার চেষ্টা করলেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো।

Advertisement

চিন-আমেরিকা বাণিজ্যযুদ্ধ চলছে দীর্ঘদিন ধরে। তাতে এশিয়ার অর্থনীতিতে যথেষ্টই প্রভাব পড়েছে। তা ছাড়া দক্ষিণ চিন সাগর নিয়েও দু’দেশের টানাপড়েন চলছে। এই আবহে ব্যাঙ্ককে আজ মুখোমুখি বসেছিলেন চিনা বিদেশসচিব ওয়াং ওয়াই এবং মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়ো। কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ, শক্তিশালী দেশগুলির মধ্যে বাণিজ্যযুদ্ধ, সমুদ্রের দখল নিয়ে প্রতিযোগিতা—সব নিয়েই আলোচনা হয় দু’পক্ষের। বৈঠক শেষে ওয়াং বলেন, ‘‘গভীর আলোচনা হয়েছে। দু’দেশের বোঝাপড়া বাড়াতে সাহায্য করবে আজকের বৈঠক।’’

পম্পেয়ো আরও বলেন, ‘‘চিন ও আমেরিকার মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। কিন্তু যত সমস্যাই থাকুক না কেন... আমাদের একসঙ্গে বসে কথা চালিয়ে যেতে হবে।’’ সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পম্পেয়ো। বলেন, ‘‘দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর উপরে আমেরিকা কোনও জোর খাটাচ্ছে না। দু’টো দেশের মধ্যে কাউকে বেছে নিতে বলছি না আমরা। বরং এমন সম্পর্ক চাই, যেখানে সব পক্ষেরই উপকার হয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement