Lottery

চলছে বিচ্ছেদের মামলা, তার মধ্যেই সাড়ে পাঁচশো কোটির জ্যাকপট, তার পর...

এ বার কিন্তু ‘ভাগ্য’ তাঁকে খালি হাতে ফেরায়নি। উজাড় করে দিয়েছে। ৮০ মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় ৫৫৬ কোটি ৬৪ লক্ষের জ্যাকপট জেতেন রিচার্ড। বিপুল অঙ্কের এই জ্যাকপট জিতে দারুণ উচ্ছ্বসিত হয়েছিলেন। কিন্তু সেই উচ্ছ্বাস মিলিয়ে গেল মিশিগান আদালতের হস্তক্ষেপে!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৯ ১৪:২৬
Share:

প্রতীকী ছবি।

সুযোগ পলেই লটারির টিকিট কাটতেন। কিন্তু প্রতিবারই ‘ভাগ্য’ মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু এই ‘ব্যর্থতা’ তাঁর প্রচেষ্টাকে দমাতে পারেনি। এ বার আর সুযোগ পেলে নয়, নিয়মিত লটারি খেলা শুরু করে দিলেন মিশিগানের বাসিন্দা, পেশায় ব্যবসায়ী রিচার্ড জেলাস্কো।

Advertisement

এ বার কিন্তু ‘ভাগ্য’ তাঁকে খালি হাতে ফেরায়নি। উজাড় করে দিয়েছে। ৮০ মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় ৫৫৬ কোটি ৬৪ লক্ষের জ্যাকপট জেতেন রিচার্ড। বিপুল অঙ্কের এই জ্যাকপট জিতে দারুণ উচ্ছ্বসিত হয়েছিলেন। কিন্তু সেই উচ্ছ্বাস মিলিয়ে গেল মিশিগান আদালতের হস্তক্ষেপে!

রিচার্ড বিয়ে করেন ২০০৪-এ। কিন্তু ২০১১-য় রিচার্ড ও তাঁর স্ত্রী মেরি বিচ্ছেদের মামলা দায়ের করেন। ২০১৮-তেও সেই মামলা চূড়ান্ত পরিণতি পায়নি। এই মামলা চলাকালীন রিচার্ড ও মেরি আলাদাই থাকছিলেন। তাঁদের তিন সন্তান মেরির কাছেই থাকত। ইতিমধ্যে ২০১৩-য় রিচার্ডের ভাগ্য উদয় হয়। সে বছরেই জ্যাকপটটা জেতেন তিনি। সমস্যার সূত্রপাত এখান থেকেই। জ্যাকপটের অর্থের অর্ধেক ভাগ চেয়ে বসেন মেরি। এ নিয়ে আদালতে একটি মামলাও করেন তিনি। তাঁর আইনজীবী আদালতের কাছে আর্জি জানান, এখনও দু’জনের বিচ্ছেদের মামলা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয়নি। তা ছাড়া এক সঙ্গে থাকার সময় যা আয়-ব্যয় হয়েছে, সব কিছুই দু’জনের মধ্যে ভাগ হয়েছে। তা হলে এ ক্ষেত্রে কেন ভাগ হবে না!

Advertisement

পাশাপাশি তিনি আরও জানান, জ্যাকপট জেতার পরেও রিচার্ড তাঁর সন্তানদের দেখাশোনার জন্য কোনও অর্থ দেননি। মেরির আইজীবীর যুক্তির বিরোধিতা করে রিচার্ডের আইনজীবী পাল্টা দাবি করেন, এটা রিচার্ডের ভাগ্য। মেরির নয়। কিন্তু আদালতের তিন সদস্যের বেঞ্চ সেই আর্জি খারিজ করে স্পষ্ট জানিয়ে দেয়, জ্যাকপটে যে অর্থ রিচার্ড পেয়েছেন তা অবশ্যই দু’জনের মধ্যে ভাগ করে দিতে হবে। এ বারও হাল ছাড়েননি রিচার্ড। আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে মিশিগান সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।

আরও পড়ুন: দিল্লিতে মহিলা সাংবাদিককে ধাওয়া করে পর পর গুলি, ফের প্রশ্নে রাজধানীর নিরাপত্তা

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ২০০ কোটির এনআরআই বিয়েতে সিকিউরিটি ডিপোজিট ৩ কোটি!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement