Mexico

২০৮ কেজি ওজন আর অনেক অসুখ নিয়েও করোনা জয়

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০ ১৬:০৯
Share:

হুয়ান পেদ্রো ফ্রাঙ্কো। সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া ছবি।

বছর দুয়েক আগেও তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে স্থূলকায় ব্যক্তি। রেকর্ড সৃষ্টি করেছিলেন নিজের ওজন দিয়ে। এ বারও এক রকম 'রেকর্ড'ই গড়লেন বলা যায়। অতিরিক্ত ওজন এবং একাধিক অসুখ থাকা সত্বেও, করোনাকে জয় করলেন মেক্সিকোর হুয়ান পেদ্রো ফ্রাঙ্কো।। এখন তাঁর ওজন ২০৮ কেজি। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থেকে শুরু করে পাকস্থলীর সমস্যা নিয়েও হারালেন করোনাকে। যদিও, এই মারণ ভাইরাসের প্রকোপেই তাঁর দেশ অর্থাৎ মেক্সিকোতে, এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমবেশি ৭৪ হাজার মানুষ। করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন হুয়ানের ৬৬ বছর বয়সী মা। কিন্তু তিনি অনেক ঝুঁকি থাকা সত্বেও চিকিৎসকদের অবাক করে জয় পেয়েছেন। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে স্থূলকায় ব্যক্তি হিসেবে ২০১৬ সালে গিনেস বুক অব রেকর্ডসে নাম তোলেন উত্তর মেক্সিকোর বাসিন্দা হুয়ান।

Advertisement

২০১৭ সাল নাগাদ পেদ্রোর ওজন ছিল ১,৩১০ পাউন্ড অর্থাৎ ৫৯৫ কেজি। সঙ্গে ছিল নানা শারীরিক সমস্যা। যদিও বিভিন্ন রকমের চিকিৎসা এবং অপারেশনের পরে তাঁর ওজন কমে খানিকটা। তুলনায় সুস্থ জীবনযাপন শুরু করেন ৩৬ বছর বয়সী এই যুবক। করোনা অতিমারির প্রকোপে সমগ্র বিশ্বের বহু দেশের পাশাপাশি, মেক্সিকোর অবস্থাও বেশ শোচনীয়। এই দেশেও ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পেদ্রো-র মত একাধিক শারীরিক সমস্যা যুক্ত ব্যক্তির করোনা ভাইরাসকে জয় করা, নজির স্থাপন বলেই মত চিকিৎসকদের।

সংবাদসংস্থাকে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ''এটা খুব কঠিন পরিস্থিতি ছিল, গা ব্যথা জ্বরের পাশাপাশি, শ্বাস কষ্ট ছিল।'' তিনি করোনা জয় করতে পারবেন কিনা তা নিয়েও নিজের মনে সংশয় ছিল।

Advertisement

আরও পড়ুন: কপাল খুলে দিল করোনা, অতিমারির সৌজন্যেই কোটিপতি দম্পতি

আরও পড়ুন: আকাশে পেতেছি শয্যা, প্যারাসুটে বিছানা পেতে ঘুম দিলেন হাসান কাভাল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement